দার্জিলিং রাজভবনে হবে জিটিএ প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে আগামিকালই দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল। ওই সময়ে পাহাড়ে থাকবেন মুখ্যমন্ত্রীও।পাহাড় থেকে ১৪ তারিখ ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Governor Darjeeling Visit)।
advertisement
চার দিনের পাহাড় সফরে গতকালই দার্জিলিং পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের জন্য শিল্পে বিনিয়োগ থেকে শুরু করে পানীয় জল সমস্যার সমাধান, চাকরি সহ যাবতীয় কিছুই করে দেবেন তিনি৷ কিন্তু তার বিনিময়ে পাহাড়বাসীর থেকে একটিই প্রতিশ্রুতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, ধান্দাবাজ কোনও নেতার ফাঁদে যেন আর পা না দেন পাহাড়ের বাসিন্দারা (Governor Darjeeling Visit)৷
আরও পড়ুন : নিজের হাতে বানিয়ে দার্জিলিংয়ে ফুচকা খাওয়ালেন মমতা! পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী
এ দিন দার্জিলিংয়ের ম্যালে জিটিএ-এর নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে পাহাড়কে নিয়ে তাঁর আগামী দিনের পরিকল্পনার কথা শুনিয়েছেন মমতা৷ একইসঙ্গে পাহাড়ে রাজনৈতিক ভাষণ ও কর্মসূচির পাশাপাশি বরাবরই একটু অন্যরকম জনসংযোগে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিঙের পথে দেখা গিয়েছিল নিজে হাতে মোমো বানাতে। এবার তাঁকে দেখা গিয়েছে ফুচকা বানাতে। সবমিলিয়ে পাহাড়ের মন জয়ে কোনও কসুর রাখছেন না মমতা। (Governor Darjeeling Visit)৷