গতবার এসে মোমো বানিয়েছিলেন মমতা। আর এবার বানিয়েছেন ফুচকা। নিজে হাতে তা তুলে দিলেন ছোট্ট ছোট্ট কচিকাঁচাদের প্লেটে। মুহূর্তে হাসিমুখ তারাও। এই হাসিই তো পাহাড়ে দেখতে চান মমতা। অন্তত এদিনের জিটিএ-র শপথ মঞ্চে সে কথাই আবারও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "পাহাড়ের হাসি দেখতে চাই। কাঞ্চনজঙ্ঘার হাসি দেখতে চাই।”
বস্তুত দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এবং অশান্তির পর মমতার (Mamata Banerjee || Phuchka) হাত ধরেই পাহাড়ে শান্তি ফিরেছে। সেই শান্তি যে তিনি কোনওভাবেই বিঘ্নিত হতে দেবেন না, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কড়া বার্তা, “কোনওভাবেই পাহাড়কে অশান্ত হতে দেব না। কোনও ধান্দাবাজের কথায় পাহাড়ে যেন অশান্তি না হয়।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়