দক্ষিণ দিনাজপুর জেলায় কোন শিল্প নেই। নেই কোন কর্মসংস্থানের সুযোগও। এই জেলার ছেলেমেয়েরা শিল্পক্ষেত্রে বা অন্য কোন বিভাগে কাজের জন্য ভিন জেলায় বা রাজ্যে পাড়ি দেয়। দীর্ঘদিন ধরে জেলায় শিল্প স্থাপণের দাবি জানালেও কোন লাভ হয়নি। বামেদের আমলেও বালুরঘাটের রায়নগরে ওই শিল্পপার্ক স্থাপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার বিধানসভা ভোটের আগে সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মত এবার শিল্পপার্কের কাজের সূচনা হল। এলাকা থেকে বহু মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এবারে নিজের জায়গায় কাজ পেলে আর বাইরে যেতে হবে না। আশা বাস্তবায়িত হচ্ছে। এই কাজ হলে এলাকায় অনেক কর্মসংস্থান হবে।
advertisement
আরও পড়ুন: নার্সিং হস্টেলে ঘুমন্ত ছাত্রীর কম্বলে টান! তারপর যা ঘটল…
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামাণিক জানান, “প্রায় ছয় একর জমিতে এই ইন্ড্রাসট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রাচীর ও অন্যান্য পরিকাঠামোগত কাজ শুরু হয়ে গিয়েছে। আপাতত ওই কাজের জন্য ৮ কোটি ৩৬ লক্ষ টাকার টেন্ডার করা হয়েছে। এই কাজ হয়ে গেলে জেলায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
জেলা শিল্প কেন্দ্রের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে পশ্চিম রায়নগরে জমি দেখেছিল প্রশাসন। ওই এলাকায় ইন্ড্রাসটিয়াল গ্রোথ সেন্টারের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ওই জমিতে ১৩ কোটি ৩০ লক্ষ টাকার কাজের ডিপিআর তৈরি হয়। আপাতত ওই জমিতে পরিকাঠামো উন্নয়নের জন্য ৮ কোটি ৩৬ লক্ষ ৩৭ হাজার টাকার কাজ করা হচ্ছে। মূলত ক্ষুদ্র ও কুঠির শিল্প গড়ে তোলা হবে। দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের চাষাবাদ বেশি। তাই পাটজাত শিল্প কিংবা অন্যান্য শিল্প গড়ে তোলা হবে। এবারে জেলায় শিল্প নিয়ে আশাবাদী সব মহল।
সুস্মিতা গোস্বামী





