TRENDING:

Gour Express Indian Railways: উত্তরবঙ্গগামী এই ট্রেনের খোলনলচে বদলে যাচ্ছে! ট্রেনের গতি আরও বাড়বে, রেলের বড় খবর

Last Updated:

Gour Express Indian Railways: উত্তরবঙ্গগামী এই ট্রেনের বিরাট বদল। যাত্রী নিরাপত্তা বাড়াতে উদ্যোগ ভারতীয় রেলের। জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: আরও গতি বাড়বে গৌড় এক্সপ্রেসের। অত্যাধুনিক এলএইচবি কোচ যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী এই এক্সপ্রেস ট্রেনে। মালদহবাসীর কাছে এই ট্রেনের গুরুত্ব অনেক। ১৯৮০ সালে মালদহ থেকে শিয়ালদহ রুটে এই ট্রেন চলাচল শুরু করে। প্রথম দুই বছর ট্রেনটি সপ্তাহে তিন দিন চলাচল করত।
advertisement

তারপর এই ট্রেনের গুরুত্ব বাড়তে থাকায় প্রতিদিন চলাচল শুরু করে। মালদহবাসীর কাছে এই ট্রেনের গুরুত্ব অনেক। সকলের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে এই ট্রেনের সঙ্গে। মালদহবাসী দীর্ঘদিন ধরেই এই ট্রেনটির আধুনিকরণের দাবি তুলে আসছিলেন। অত্যাধুনিক এলএইচবি কোচ লাগানোর দাবি দীর্ঘদিন ধরেই।

আরও পড়ুন: মমতার ‘প্রিয়’ নেতার খুনে বিরাট পুলিশি অভিযান, গ্রেফতার ২! অভিযুক্তদের পরিচয় চমকে দিচ্ছে সকলকে

advertisement

অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। মালদহ থেকে কলকাতাগামী গৌড় এক্সপ্রেসে জুড়ল এলএইচবি কোচ। মালদহ ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা বলেন, ‘অত্যাধুনিক এই কোচ যাত্রীদের নিরাপত্তা বাড়াবে। পাশাপাশি ট্রেনের গতি বাড়বে। দীর্ঘদিনের দাবি পূরণ হল যাত্রীদের।’

এই কোচ যুক্ত হওয়ায় যাত্রী নিরাপত্তা আরও বৃদ্ধি পেল। এই কোচগুলিতে যাত্রীরা অত্যাধুনিক সুবিধা পাবেন। দুর্ঘটনা ঘটলে প্রাণহানির সংখ্যা অনেকটাই কমার সম্ভাবনা। এছাড়াও যাত্রীরা এই কোচগুলিতে নানান সুবিধা পাবেন।

advertisement

অন্যান্য কোচের থেকে এই কোচ আরামদায়ক। এছাড়াও অত্যাধুনিক এই কোচ যুক্ত হওয়ায় ট্রেনটির গতিবেগ বৃদ্ধি পাবে। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ছোটার ক্ষমতা রয়েছে এই ট্রেনের।

আরও পড়ুন: কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ, ঠান্ডা কি আরও বাড়বে? আবহাওয়ার বিরাট খবর

তবে মালদহ ডিভিশনের রেল লাইনের কিছু সমস্যা থাকাই কিছুটা কম গতিবেগে আপাতত চলবে এই ট্রেন। আগামীতে রেললাইনের উন্নতিকরণ হয়ে গেলে গৌড় এক্সপ্রেস ১৩০ কিলোমিটার বেগে ছুটবে। ফলে অত্যাধুনিক এই কোচ যুক্ত হওয়ায় সবদিক থেকেই সুবিধা হবে যাত্রীদের। সাংসদ খগেন মুর্মু বলেন, ‘দীর্ঘদিন ধরেই যাত্রা দাবি করে আসছিলেন। রেল দফতরের কাছে আমি দরবার করেছিলাম। অবশেষে এলএইচবি কোচ চালু হল আমি রেলকে ধন্যবাদ জানাই।’

advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটির আধুনিকীকরণ হওয়ায় খুশি মালদহের রেল যাত্রী থেকে সাধারণ মানুষ। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক এই কোচের যাত্রার সূচনা করা হয় মালদহ টাউন স্টেশনে। উপস্থিত ছিলেন রেলের কর্তা আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা।

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

হরষিত সিংহ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gour Express Indian Railways: উত্তরবঙ্গগামী এই ট্রেনের খোলনলচে বদলে যাচ্ছে! ট্রেনের গতি আরও বাড়বে, রেলের বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল