আরও পড়ুন: বসন্তেই এলাকায় ঘুরছে জলের গাড়ি, গ্রীষ্ম এলে হবেটা কী!
স্বর্ণ মহার্ঘ। স্বর্ণ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে ভারতীয়দের যেকোনও শুভ অনুষ্ঠানের স্বর্ণের আধিপত্য থাকে। কিন্তু হু হু করে দাম বাড়তে থাকায় ইচ্ছে থাকলেও সোনা কেনার উপায় নেই। সোনা কিনতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। তাই বিয়ের মরশুম চললেও স্বর্ণ শিল্পীদের হাতে তেমন কাজের অর্ডার নেই। বাজারে এখন বাস্তবিক সোনার বদলে বাড়ছে পেপার গোল্ডের চাহিদা। তাই বাধ্য হয়েই অর্থ উপার্জনের জন্য অন্য পেশায় নাম লেখাচ্ছেন জলপাইগুড়ির বহু স্বর্ণ কারিগর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রুশ-ইউক্রেন, ইজরায়েল-হামাস যুদ্ধের ছায়া এসে পড়েছে জলপাইগুড়িতেও। হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। কিন্তু কেন এভাবে চড়চড় করে বাড়ছে সোনার দাম? জানা গিয়েছে, মূলত তিনটি কারণে বিশ্ব বাজারে এই মুহূর্তে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইছে না বিনিয়োগকারীরা। যার মধ্যে অন্যতম হল যুদ্ধের সঙ্গে লেজুড় হয়েছে ক্রমবর্ধমান পেপার গোল্ডের চাহিদা। সম্প্রতি এমনই মত দিয়েছেন, অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান। এই প্রসঙ্গে তিনি জানান, গত এক মাসে ৮ হাজার কোটি টাকার পেপার গোল্ড বিক্রি হয়েছে। এদিকে বাস্তবিক সোনার বাজার ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। সেই কারণেই বাড়ছে হলুদ ধাতুর দাম।
সুরজিৎ দে