এমনই ভৌতিক কাণ্ড ঘটছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাঙ্গাসাহেব এলাকার চারটি বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন থেকেই বড় বড় সাইজের পাথর পড়তে থাকে বাড়ির আশপাশ জুড়ে। এতে রীতিমত ভয় পেয়ে জানালা দরজা বন্ধ করে ঘরেই থাকতে হচ্ছে লোকজনদের। প্রতিদিন সন্ধে ৭-৭.৩০ টা থেকে সারারাত ওই চারটি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ছে। ভোর ৩-৩.৩০ টা পর্যন্ত টানা চলে এই ঢিল-বৃষ্টি। এমনটাই জানিয়েছেন ওই বাড়ির মহিলারা৷
advertisement
আরও পড়ুন: ৯৬ বছরের বৃদ্ধার ইচ্ছেপূরণ ছেলের, সঙ্গী হল নির্বাচন কমিশন
এই বাড়িগুলোর মধ্যে কিছু পরিবার আছে যারা ছোট বাচ্চা নিয়ে একা থাকেন। এই পরিস্থিতিতে তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল জমানো পাথর নিয়ে সটান হাজির হন বাড়ির ৪ মহিলা। পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ জানান। আসল ঘটনাটা ঠিক কী তা কেউই বুঝতে পারছেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরও এই একই আতঙ্কে রাতের ঘুম উড়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের কনপাকড়ি সরকার পাড়ার তিনটি পরিবারের। সেবার একটানা প্রায় ৪২ দিন আতঙ্কে ভুগেছিলেন তাঁরা। এর আগেও ধূপগুড়িতেও প্রায় একই ঘটনা ঘটেছিল। কিন্তু কেন বারংবার ঘটছে এমন ভয়ঙ্কর ঘটনা? তবে কি ভূতের ভয় নাকি স্থানীয় শত্রু নাকি বৈজ্ঞানিক কোনও ব্যখ্যা! সব মিলিয়ে বিশাল আতঙ্কে রাত কাটাছেন এলাকাবাসীরা। অসহায় পরিবারগুলো এখন পুরোপুরি প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বাঁধচছে।
সুরজিৎ দে