আরও পড়ুন: ইডি-সিবিআই নয়, অভিযান অন্য সরকারি দফতরের! জেরার মুখে অসুস্থ ব্যবসায়ী
গোটা ঘটনায় এলাকার মানুষ প্রবল আতঙ্কে ভুগছে। বাড়ির নিচের অংশে রয়েছে বড় দোকান। আর উপরের অংশে বসবাস করেন বেশ কিছু পরিবার। এমন পরিস্থিতিতে সকলেই দিশেহারা। এমনিতেই কোচবিহার ভূমিকম্প প্রবণ এলাকা। সেখানে বহুতলে এত বড় ফাটল যে কোনও মুহূর্তে কলকাতার গার্ডেনরিচের মত বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।
advertisement
এলাকার স্থানীয় দুই বাসিন্দা প্রদীপ কুমার বণিক ও সমীর সাহা জানান, সমস্যার বিষয়ে কোচবিহার পুরসভাকে অবগত করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুরপ্রধান ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা না নেওয়ায় রাতে কার্যত ঘুম উড়ে গিয়েছে এখানকার বাসিন্দাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ওই বাড়ির মালিক রণজয় বণিক জানান, বহুতলটির বয়স অনেক। কয়েকবছর আগে তাঁদের বাড়ির পাশে আরেকটি বাড়ি তৈরি হওয়ার পর থেকেই এই সমস্যার সূত্রপাত। নিয়ম না মেনে পাশের ওই বাড়ি তৈরি হয়েছে বলেই দাবি করেন তিনি। বিষয়টি বারংবার পুরসভাকে জানানো হলেও কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে কোচবিহার পুরসভার পক্ষ থেকেও সরকারিভাবে কোন মন্তব্য করা হচ্ছে না বিষয়টি নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে বাড়ির মালিক এবং আবাসিকদের মধ্যে।
সার্থক পণ্ডিত