TRENDING:

Smart Rath: ব্যাপক ডিমান্ড! ঘোড়ার গাড়ির জায়গায় বিয়েবাড়ি কাঁপাচ্ছে গ্যারেজ মিস্ত্রির বানানো গাড়ি

Last Updated:

গ্যারেজ মিস্ত্রির বানানো এই গাড়ি এখন কাঁপাচ্ছে বিয়েবাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: স্মার্ট ফোন তো দেখেছেন। দেখেছেন কি স্মার্ট রথ? বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক রূপে পরিণত হচ্ছে একাধিক ঐতিহ্যবাহী সংস্কৃতি। ঠিক সেইভাবে এবার বিয়ের ঘোড়া গাড়ির বিকল্পে ঘোড়ার গাড়ির মত দেখতে চার চাকার উপর তৈরি করা হয়েছে স্মার্ট রথ।
advertisement

ঐতিহ্যগত পরিকাঠামকে টিকিয়ে রাখতে এমনই এক স্মার্ট রথ তৈরি করেছেন মালদহ শহরের হ্যান্টাকালি মোড় এলাকার গ্যারেজ মিস্ত্রি মিন্টু আহমেদ। নিজের হাতে যান্ত্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে তৈরি করেছেন আস্ত একটি ডিজিটাল ঘোড়া গাড়ি, যাকে নাম দিয়েছেন স্মার্ট রথ। এই‌ স্মার্ট রথে মিলবে ঘোড়া গাড়ির অনুভূতি। চকচকে আলোকসজ্জা থেকে শুরু করে বিলাসবহুল আরামদায়ক চেয়ার রয়েছে এই স্মার্ট রথে। আরামদায়ক থাকার ফলে দূর-দূরান্তেও সফর করা সহজ হবে এই স্মার্ট রথ গাড়িতে করে।

advertisement

আরও পড়ুন: দর কষাকষির দিন শেষ! এবার রেশনের কায়দায় ন্যায্য মূল্যে মিলবে মাছ, চালু হল সরকারি মাছের দোকান

বর্তমান আধুনিক যুগে যেমন একাধিক ঐতিহ্যবাহী বস্তুর ব্যবহার বিলুপ্তির পথে। একইভাবে বিলুপ্ত হচ্ছে ঘোড়া গাড়ির প্রচলন। বিয়ে বাড়ি হোক অথবা যে কোন রকম সাংস্কৃতিক‌ অনুষ্ঠান। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে জায়গা করে নিয়েছে আধুনিক প্রযুক্তির বস্তুগুলি। পাশ্চাত্য দেশের সংস্কৃতি প্রভাব ফেলছে ভারতীয় সংস্কৃতিতে। তাই ঐতিহ্যগত পরম্পরাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে টিকিয়ে রাখতে গ্যারেজ মিস্ত্রির এমন চিন্তাভাবনা অনুপ্রেরণা যোগাবে সাধারণ মানুষের মধ্যে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অনেক ক্ষেত্রে বিয়ে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোড়ার রথের প্রয়োজন হয়। ঘোড়ার রথের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও দেখা দেয় বহুবার। প্রাণ শক্তি হওয়ার ফলে ঘোড়ার রথের‌ স্বাস্থ্যকর দিকও নজর রাখতে হয়। তাই বর্তমান প্রযুক্তির বিশ্বে গ্যারেজ মিস্ত্রির এমন যান্ত্রিক পদ্ধতির ব্যবহার নজর কেড়েছে সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Smart Rath: ব্যাপক ডিমান্ড! ঘোড়ার গাড়ির জায়গায় বিয়েবাড়ি কাঁপাচ্ছে গ্যারেজ মিস্ত্রির বানানো গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল