ঐতিহ্যগত পরিকাঠামকে টিকিয়ে রাখতে এমনই এক স্মার্ট রথ তৈরি করেছেন মালদহ শহরের হ্যান্টাকালি মোড় এলাকার গ্যারেজ মিস্ত্রি মিন্টু আহমেদ। নিজের হাতে যান্ত্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে তৈরি করেছেন আস্ত একটি ডিজিটাল ঘোড়া গাড়ি, যাকে নাম দিয়েছেন স্মার্ট রথ। এই স্মার্ট রথে মিলবে ঘোড়া গাড়ির অনুভূতি। চকচকে আলোকসজ্জা থেকে শুরু করে বিলাসবহুল আরামদায়ক চেয়ার রয়েছে এই স্মার্ট রথে। আরামদায়ক থাকার ফলে দূর-দূরান্তেও সফর করা সহজ হবে এই স্মার্ট রথ গাড়িতে করে।
advertisement
আরও পড়ুন: দর কষাকষির দিন শেষ! এবার রেশনের কায়দায় ন্যায্য মূল্যে মিলবে মাছ, চালু হল সরকারি মাছের দোকান
বর্তমান আধুনিক যুগে যেমন একাধিক ঐতিহ্যবাহী বস্তুর ব্যবহার বিলুপ্তির পথে। একইভাবে বিলুপ্ত হচ্ছে ঘোড়া গাড়ির প্রচলন। বিয়ে বাড়ি হোক অথবা যে কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে জায়গা করে নিয়েছে আধুনিক প্রযুক্তির বস্তুগুলি। পাশ্চাত্য দেশের সংস্কৃতি প্রভাব ফেলছে ভারতীয় সংস্কৃতিতে। তাই ঐতিহ্যগত পরম্পরাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে টিকিয়ে রাখতে গ্যারেজ মিস্ত্রির এমন চিন্তাভাবনা অনুপ্রেরণা যোগাবে সাধারণ মানুষের মধ্যে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেক ক্ষেত্রে বিয়ে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোড়ার রথের প্রয়োজন হয়। ঘোড়ার রথের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও দেখা দেয় বহুবার। প্রাণ শক্তি হওয়ার ফলে ঘোড়ার রথের স্বাস্থ্যকর দিকও নজর রাখতে হয়। তাই বর্তমান প্রযুক্তির বিশ্বে গ্যারেজ মিস্ত্রির এমন যান্ত্রিক পদ্ধতির ব্যবহার নজর কেড়েছে সকলের।
জিএম মোমিন





