একদিকে যেখানে গোপালপুর থেকেই শুরু হয়েছে ১৪৭৯ লক্ষ ৭২ হাজার টাকায় ভাঙন রোধের কাজ। অন্যদিকে সেখানেই এবার পাড় ভেঙে নদীর জল ঢুকছে হু হু করে। গ্রামবাসীদের অভিযোগ, রবিবার রাত থেকে শুরু হয়েছে গ্রামে জল ঢোকা। বাঁধের রাস্তার একাংশ ভেঙে প্রচুর পরিমাণে জল ঢুকছে গ্রামে। সরকার ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই প্লবিত হবে গোটা গোপালপুর অঞ্চল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, “খবর পেয়েছি সেখানে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর এবং দক্ষিণ হুকুমতটোলা গ্রামে জল ঢুকছে। সেই এলাকায় আগে থেকেই কাজ চলছে। তবে আবার রাস্তা কেটে জল ডুকছে। সে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। হিমালয় থেকে শুরু করে একাধিক রাজ্য পেরিয়ে এসে বাংলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে গঙ্গার আয়তন। যার ফলে ফি বছরই সামান্য জল বাড়লেই ফুলেফেঁপে উঠছে গঙ্গা। গ্রাস করছে মালদহ জেলার অধিকাংশ গঙ্গা নদী তীরবর্তী এলাকাকে।
জিএম মোমিন