আরও পড়ুন: নাকে-মুখে চাপ চাপ রক্ত! পুকুরে ভাসছে ৭ বছরের মেয়ের দেহ, এমন কাণ্ড ঘটাতে পারে মা? তুলকালাম
মালদহ জেলার গা ঘেঁসে বয়ে গিয়েছে গঙ্গা নদী। যার ফলে ফি বছরই মালদহ জেলার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর এলাকায় ভাঙন দেখা দেয়। তবে বিগত বছরের তুলনায় এই বছর বিপদসীমার ঊর্ধ্বে গঙ্গার জলস্তর বাড়ায় আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার গ্রামবাসীদের। গঙ্গায় জলস্তর বাড়ায় স্রোত বেড়েছে জলের। যার ফলে বর্তমানে বন্ধ রয়েছে ভাঙন রোধের কাজ। দ্রুত ব্যবস্থা না হলে গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
advertisement
সেচ দফতরের তথ্য অনুযায়ী, ২৪.৬৯ মিটার জলস্তর হলে তখন তা বিপদসীমায় রয়েছে। যদিও বর্তমানে মালদহ জেলায় গঙ্গা নদীর জলস্তর ২৪.৯৭ মিটার অর্থাৎ বিপদসীমা থেকে প্রায় ১১.৪ ইঞ্চি ঊর্ধ্বে। জলস্তর বাড়ায় বেড়েছে জলের স্রোতও। তাই নদী তীরবর্তী বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে জেলা সেচ দফতরের তরফে।