আরও পড়ুন: পাকিস্তানকে আর আক্রমণ করবে না ভারত, মানতে হবে একটাই শর্ত! পাক সরকারকে বার্তা কেন্দ্রের
সম্প্রতি কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বললেন, “জঙ্গিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ সাধারণ মানুষের উপর হামলা চালানোর সাহস না পায়।” তাঁর গলায় স্পষ্ট, একবার ইউনিফর্ম পরলে, দেশের প্রতি দায়িত্ব কখনও ফুরোয় না।
advertisement
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তান সেনার ‘অপারেশন বুনয়ান আল মারসুস’! জানেন এর অর্থ কী?
আজও দেশের প্রতি সেই টান, সেই দায়বদ্ধতা অটুট। বললেন, “যুদ্ধ চাই না, কিন্তু যদি আসে, পিছিয়ে যাওয়ার মানুষ নই আমি। দেশ আগে।” তাঁর কথায় এই প্রাক্তন সৈনিকের মতো হাজারো ভারতীয় সেনা প্রতিনিয়ত সীমান্তে থেকে দেশকে রক্ষা করছেন। তাঁরা শুধু বন্দুকধারী নন, ওরা এক একটা জীবন্ত প্রতিজ্ঞা— দেশ আগে, সব পরে।





