এলাকায় সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা করছেন জনতার কাছে। তিনি আর কেউ নন উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন আইপিএস অফিসার।রাজনীতির লড়াইয়ের নামার জন্য অবসর গ্রহণের ৬ বছর আগেই চাকরি ছাড়লেন তিনি। চাকুরী ছাড়ার মুহূর্তে তিনি রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে কর্মরত ছিলেন।
advertisement
ব্যারাকপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় চাকরি জীবন শুরু করেছিলেন এসডিপিও পদ থেকে। ২০১৪ সালের মালদহ জেলা পুলিশ সুপার হিসেবে কয়েক মাস কাজ করেন। তারপর বালুরঘাটের জেলা পুলিশ-সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। আবার ২০১৫ সালে মালদহ জেলা পুলিশ-সুপার পদে নিযুক্ত হন। দীর্ঘ প্রায় আড়াই বছর মালদহ জেলায় পুলিশ-সুপার পদে কর্মরত ছিলেন তিনি। তারপর জেলা পুলিশ সুপার থেকে প্রমোশন পেয়ে আইজি পদে নিযুক্ত হন।
রায়গঞ্জ রেঞ্জে কর্তব্যরত ছিলেন তিনি। তবে তাঁর ইচ্ছে রাজনীতির ময়দানে নেমে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকা। শুধুমাত্র পুলিশের পদস্থ আধিকারিকই নয় প্রাক্তন এই আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জগতেও যথেষ্ট খ্যাতি রয়েছে। নাটক, এমন কী ছোটপর্দায় তিনি কাজ করেছেন একাধিক। তবে সমস্ত কিছুকে ছাপিয়ে এবার তাঁর রাজনীতির ময়দানে লড়াই। কিছুদিন আগেই তিনি চাকরি ছেড়ে দেন। তারপর রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যখন যে পেশার সঙ্গে থাকবেন অবশ্যই সেই পেশার প্রতি সৎ থাকবেন। যখন ভূমিকা বদলায় তখন মনে করতে হয় ওটা অতীত, এটা আমার বর্তমান। আমি এখন একজন রাজনৈতিক কর্মী। সেই হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।
প্রার্থীর নাম ঘোষণা হতেই তিনি আবারও ফিরে আসেন মালদহে। তবে এ বার একেবারে অন্য ভূমিকায়। মালদহে পৌঁছানোর পর থেকেই শুরু করেছেন তিনি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে ভোট প্রচার। উত্তর মালদহের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন হাতজোড় করে ভোট চাইছেন। কখনও আবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের নামে দেওয়ার লিখনে হাত দিচ্ছেন। বর্তমানে তিনি ভোট প্রচারের জন্য মালদহে বাড়ি ভাড়া করে রয়েছেন।
হরষিত সিংহ





