TRENDING:

Malda News: একসময় জেলার আইনশৃঙ্খলা রক্ষা করেছেন, এখন ভোট প্রার্থনা করছেন মালদহের এই প্রার্থী

Last Updated:

Malda News: অবসর গ্রহণের ৬ বছর আগে চাকুরী থেকে পদত্যাগ করেন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, উত্তর মালদহ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে তিনি এবার লড়াই করছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: যে হাতে সার্ভিস রিভলবার নিয়ে দাপিয়ে বেড়িয়েছে গোটা জেলা। শক্ত হাতে সামলেছেন জেলার আইনশৃঙ্খলা। এখন সেই হাত জড়ো করে ভোট চাইছেন আমজনতার কাছে।‌ পদস্থ পুলিশের চাকুরী ছেড়ে এখন নেমে পড়েছেন নির্বাচনী লড়াইয়ে। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত।
advertisement

এলাকায় সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা করছেন জনতার কাছে। তিনি আর কেউ নন উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন আইপিএস অফিসার।রাজনীতির লড়াইয়ের নামার জন্য অবসর গ্রহণের ৬ বছর আগেই চাকরি ছাড়লেন তিনি। চাকুরী ছাড়ার মুহূর্তে তিনি রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে কর্মরত ছিলেন।

advertisement

ব্যারাকপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় চাকরি জীবন শুরু করেছিলেন এসডিপিও পদ থেকে। ২০১৪ সালের মালদহ জেলা পুলিশ সুপার হিসেবে কয়েক মাস কাজ করেন। তারপর বালুরঘাটের জেলা পুলিশ-সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। আবার ২০১৫ সালে মালদহ জেলা পুলিশ-সুপার পদে নিযুক্ত হন। দীর্ঘ প্রায় আড়াই বছর মালদহ জেলায় পুলিশ-সুপার পদে কর্মরত ছিলেন তিনি। তারপর জেলা পুলিশ সুপার থেকে প্রমোশন পেয়ে আইজি পদে নিযুক্ত হন।

advertisement

View More

রায়গঞ্জ রেঞ্জে কর্তব্যরত ছিলেন তিনি। তবে তাঁর ইচ্ছে রাজনীতির ময়দানে নেমে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকা। শুধুমাত্র পুলিশের পদস্থ আধিকারিকই নয় প্রাক্তন এই আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জগতেও যথেষ্ট খ্যাতি রয়েছে। নাটক, এমন কী ছোটপর্দায় তিনি কাজ করেছেন একাধিক। তবে সমস্ত কিছুকে ছাপিয়ে এবার তাঁর রাজনীতির ময়দানে লড়াই। কিছুদিন আগেই তিনি চাকরি ছেড়ে দেন। তারপর রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।

advertisement

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যখন যে পেশার সঙ্গে থাকবেন অবশ্যই সেই পেশার প্রতি সৎ থাকবেন। যখন ভূমিকা বদলায় তখন মনে করতে হয় ওটা অতীত, এটা আমার বর্তমান। আমি এখন একজন রাজনৈতিক কর্মী। সেই হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।

advertisement

প্রার্থীর নাম ঘোষণা হতেই তিনি আবারও ফিরে আসেন মালদহে। তবে এ বার একেবারে অন্য ভূমিকায়। মালদহে পৌঁছানোর পর থেকেই শুরু করেছেন তিনি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে ভোট প্রচার। উত্তর মালদহের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন হাতজোড় করে ভোট চাইছেন। কখনও আবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের নামে দেওয়ার লিখনে হাত দিচ্ছেন। বর্তমানে তিনি ভোট প্রচারের জন্য মালদহে বাড়ি ভাড়া করে রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: একসময় জেলার আইনশৃঙ্খলা রক্ষা করেছেন, এখন ভোট প্রার্থনা করছেন মালদহের এই প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল