TRENDING:

Siliguri News: ঐতিহ্যে ছেদ, রাতের বদলে দিনের আলোয় সারতে হবে বনদুর্গার পুজো!

Last Updated:

ব্রিটিশ আমলে এই পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানি ও ভবানী পাঠক। সেই থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে এই পুজো হয়েছে আসছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দিল্লি ভিটা, চাঁদের খাল জায়গাটি সকলের কাছে অপরিচিত হলেও বনদুর্গার মন্দির হিসেবে সকলেই জায়গাটি চেনেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরে বনদুর্গার পুজো হয়। কথিত আছে, দেবী চৌধুরানি নৌকা করে করতোয়া নদী হয়ে এখানে আসতেন। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানির গোপন আস্তানা ছিল এই জায়গা। তখন অবশ্য ঠুনঠুনি মা বলে এখানে দেবী পুজিত হতো। এখন এটি বনদুর্গা বলেই সকলের কাছে পরিচিত। বৈকুন্ঠপুরের জঙ্গলের মাঝে এর অবস্থান।
advertisement

আরও পড়ুন: করোনার পর প্রথম সার্কাসের আসর শহরে, তাপ-উত্তাপ নেই শিলিগুড়িবাসীর

ব্রিটিশ আমলে এই পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানি ও ভবানী পাঠক। সেই থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে এই পুজো হয়েছে আসছে। প্রথমে এই পুজোকে ঠুনঠুনির পুজো বলা হতো। তবে বর্তমানে একে বনদুর্গা মায়ের পুজো বলে ডাকা হয়। প্রথা মেনে আগামী ২৬ ডিসেম্বর বনদুর্গার পুজো হবে। তবে দিনে নয়, রীতি মেনে রাতেই হবে এই পুজো। এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির তরফে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়েছে। উল্লেখ্য করোনার সময় সরকারি নির্দেশে রাতের বদলে দিনে পুজো করতে বাধ্য হয়েছিলেন উদ্যোক্তারা। তবে এবার তাঁরা পুরনো নিয়মে ফিরতে চাইলেও সরকারি ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে দিনেই সারতে হবে ঐতিহ্যবাহী বনদুর্গার পুজো।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বনবাসীদের রক্ষার স্বার্থেই এই পুজার প্রচলন করেছিল ওই এলাকার বনবাসীরা। পুজোর দিন সন্ধে নামলে বৈকুন্ঠপুর জঙ্গলে নামে ভক্তদের ঢল।সারারাত্রি চলে মায়ের পুজো। দুরদুরান্ত থেকে ভক্তরা গাড়ি, বাইক, পায়ে হেঁটে জঙ্গল পথে হাজির ন পুজোর স্থানে। তবে এবার সব পরিকল্পনায় জল ঢেলে দিল বিন দফতর। বন্যপ্রানীর হামলা হতে পারে, তাই রাতে পুজোর ছারপত্র দেওয়া হয়নি। যদিও উদ্যোক্তারা এখনই হাল ছাড়তে নারাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ঐতিহ্যে ছেদ, রাতের বদলে দিনের আলোয় সারতে হবে বনদুর্গার পুজো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল