শেষ পর্যন্ত ছাগলের টোপে ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক মাদি লেপার্ড। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানের চার নম্বর সেকশনে পাতা বন দফতরের খাঁচায় বন্দি হয় ওই লেপার্ডটি। আহতরা চিহ্নিত করেছেন এটি সেই ঘাতক লেপার্ড।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে বাস মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ…! মর্মান্তিক পরিণতি! প্রাণ হারালেন ২ বাইক আরোহী
advertisement
গত কয়েকমাস ধরে কিছু লেপার্ড জঙ্গল ছেড়ে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে আস্তানা গেড়েছিল। একাধিক লেপার্ডকে বাগানে ঘুরতে দেখেন শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ।চা বাগানে আবার লেপার্ড ছানা প্রসব করেছে, এমন ঘটনাও সামনে এসেছিল। সঙ্গে গত ১৫ দিনে তিনজন লেপার্ডের হানায় জখমও হয়েছিলেন তিনজন শ্রমিক। তারপর চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে ছাগলের টোপ দিয়ে চারটি খাঁচা পাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন দফতর। শেষ পর্যন্ত একটি লেপার্ড ধরা পড়ায় খানিকটা স্বস্তি ফিরেছে আলিপুরদুয়ারের এই চা বাগানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাতারাতি ধরা পড়া ওই লেপার্ডটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের গভীরে ছেড়ে দিয়েছেন বনকর্মীরা। তবে বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাকি খাঁচাগুলি সরিয়ে ফেলা হবে না। তাদের আশা বাকি লেপার্ডগুলিও ধরা পড়বে খাঁচায়।
Annanya Dey