TRENDING:

South Dinajpur News: মর্গ আছে, নেই ফরেনসিক বিশেষজ্ঞ! ময়নাতদন্তে হয়রানি মৃতের পরিজনদের

Last Updated:

অস্বাভাবিক মৃত্যু হলে দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। হাসপাতালের পুলিশ মর্গে নেই কোন ফরেন্সিক মেডিসিন চিকিৎসক। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃতের পরিবারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে নেই কোন ফরেন্সিক মেডিসিন চিকিৎসক। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃতের পরিবারদের। জেলায় একটি মাত্র পুলিশ মর্গ রয়েছে বালুরঘাট হাসপাতালে। জেলার ৯টি থানা এছাড়াও একটি মহিলা থানা, একটি সাইবার ক্রাইম থানা এবং একটি জিআরপি থানা রয়েছে। এক্ষেত্রে এই এলাকাগুলোয় অস্বাভাবিক মৃত্যু হলে দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়।
advertisement

আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন

প্রতি মাসে গড়ে ১৩০-১৬০টির বেশি দেহ ময়নাতদন্তের জন্য আসে বালুরঘাটে জেলা হাসপাতালের মর্গে। এদিকে গত প্রায় তিন চার বছর ধরে বালুরঘাট জেলা হাসপাতালের ভিতরে থাকা পুলিশ মর্গে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই বলে অভিযোগ। ফলে, কোনও মৃত্যু অস্বাভাবিক বা রহস্যজনক হলে তা ময়নাতদন্তের জন্য বেশির ভাগ ক্ষেত্রে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

advertisement

আরও পড়ুন- গ্যাসের ভয়ে খান না ফুলকপি? আছে উপায়! বদ কোলেস্টেরল তাড়ায়, হার্টের ‘বন্ধু’ এই সবজি কীভাবে খাবেন জানুন

গত এক মাসে বালুরঘাট থেকে ৫-৬ টি দেহ ময়নাতদন্তের জন্য মালদহে পাঠানো হয়। তাই জেলাবাসী মনে করছেন, জেলায় স্বাস্থ্য পরিষেবা বেহাল। বিগত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃতের পরিবারদের। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে \”রাজ্যে স্বাস্থ্য দফতরে আবেদন করা হয়েছে। চিকিৎসকের অভাব রয়েছে। এ নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সংকট মিটলেই চিকিৎসক দেবেন বলেই আশাবাদী।\”

advertisement

আরও জানা গিয়েছে, যে সব মৃত্যুতে পুলিশে অভিযোগ হতে পারে, এমন মৃতদেহ বেশি বাইরে রেফার করা হয়। এর মূলত কারণ বালুরঘাট পুলিশ মর্গে বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: মর্গ আছে, নেই ফরেনসিক বিশেষজ্ঞ! ময়নাতদন্তে হয়রানি মৃতের পরিজনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল