টানা বৃষ্টির কারণে জলে ডুবে রয়েছে হামিল্টনগঞ্জ। প্রধান সড়কের উপর দিয়ে বইছে জল। যার কারণে আলিপুরদুয়ার শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হ্যামিল্টনগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। জলমগ্ন হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকা। প্রবল বর্ষণ ও বেহাল নিকাশি দরুণ জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। মানুষজনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রধান সড়কে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে।
advertisement
আরও পড়ুন: দিঘার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ২, আশঙ্কাজনক আরও ২
স্থানীয় বাসিন্দারা জানান, নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। অল্প বৃষ্টি হলেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এলাকার বিভিন্ন বাড়িতে জমা জল ঢুকতে শুরু করেছে। প্রশাসনিকভাবে কোনঝ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। হ্যামিল্টনগঞ্জে রয়েছে অগ্নি নির্বাপক কেন্দ্র। প্রধান রাস্তার উপর দিয়ে এমন জল বইছে যে কোথাও আগুন লাগলে দমকলের গাড়ি পৌঁছতে পারবে না সেই এলাকায়। এক কথায় গৃহবন্দীএ এখানকার মানুষজন।
কোথা থেকে এত জল এলাকায় প্রবেশ করছে তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। এদিকে বাসরা নদীর জল উপচে পড়ছে। সব মিলিয়ে ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার স্মৃতি উঁকি মারছে একটু বেশি বয়স্কদের মনে। সেই সময় মৃত্যু মিছিল দেখা গিয়েছিল এলাকায়। ক্ষতি হয়েছিল বাড়ি ঘরের। সেই দুঃসহ স্মৃতি যাতে আর না ফেরে সেটাই এখন সকলের একমাত্র প্রার্থনা।
অনন্যা দে