TRENDING:

Flood Situation: বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ, রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি! হু হু করে গ্রামে ঢুকছে জল

Last Updated:

নদীর জলে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। ফলে মাথায় হাত কৃষকদের। ধান সহ সবজি মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধুরী: রাতভর একটানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ডুয়ার্সের একাধিক নদী। জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি, কুমলাই ও ঝুমুর নদীর জল পাড় উপচে ইতিমধ্যেই গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। ফলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার বহু এলাকায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

নদীর জল উপচে চলে আসায় বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ডাঙাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও বোরাগাড়ি গ্রামে জলবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমলাই ও ঝুমুর নদীর জল ঢুকে পড়ায় প্রায় ২০টি বাড়ি এবং ১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। ফলে মাথায় হাত কৃষকদের। ধান সহ সবজি মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুজো মানে কেবল আনন্দ নয়, রুটি রুজির’ও প্রশ্ন

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাতভর জেগে থাকতে হয়েছে, বাড়িতে শুকনো খাবার নেই। আরেক চাষির আক্ষেপ, এবার ধান বা সবজি কিছুই ফলবে না, সব তলিয়ে গেছে। সবমিলিয়ে এলাকার মানুষের মনে আতঙ্কের ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: গাঁজা পাচার করতে গিয়ে সাগরেদ সহ মহিলা গ্রেফতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্লাবিত এলাকায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নৌকা ছাড়া অনেক জায়গায় যাতায়াত সম্ভব হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বিপর্যয়ের এই পরিস্থিতিতে প্রশাসনের কোনও কর্তা বা জনপ্রতিনিধি এখনও পর্যন্ত ঘটনাস্থলে আসেননি। এই পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন তাঁরা। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট হওয়া বন্যা পরিস্থিতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flood Situation: বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ, রাতভর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি! হু হু করে গ্রামে ঢুকছে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল