সম্প্রতি হওয়া প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় জয়গাঁ ও সংলগ্ন এলাকা। ভুটান পাহাড়েও বৃষ্টি হওয়ার কারণে ভরে ওঠে নদীগুলি। শুধু জল বেড়ে যাওয়া নয়, এই জল প্রবেশ করে গ্রামে। বৃষ্টি কমে গেলে প্রতিবার এই গ্রামের বাসিন্দারা নিজেদের বাড়ির জল কাদা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে ওঠেন। এই সমস্যার কথা তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন : চোখের সামনে সব শেষ, বীমার সুযোগও নেই! লাভের আশায় চাষ করে এখন মাথা ঠুকছেন! কৃষকদের ভয়ানক দুর্দশা
বর্তমানে এই এলাকায় এতটা পলি, বালি জমে রয়েছে যে, এলাকাবাসীরা নিজেদের ঘর ছেড়ে অন্যত্র রয়েছেন।গুড়াস টোল এলাকার পাশেই রয়েছে ভুটান পাহাড়। বৃষ্টি হলেই ভুটান পাহাড়ের জল চলে আসে এলাকায়। এই পরিস্থিতি আরও চিন্তা বাড়িয়ে দেয় এলাকাবাসীদের। তবে এবারে বেশি সমস্যা হয়েছিল নদীর জল প্রবেশ করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দা অঞ্জনা সুব্বা জানান, “শুধু নদীর জল নয়, কাদা মাটি ঢুকে গিয়েছিল। নদীর ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি খুব ফুঁসছিল নদী। জয়গাঁ এলাকার প্রায় সবকটি জায়গায় এই পরিস্থিতি দেখা যায়। এই বিষয়ে ভুটান প্রশাসনের সঙ্গে কথা বলেছেন কালচিনির বিধায়ক বিশাল লামা।