৪ অক্টোবর সিকিমে প্রাকৃতিক দুর্যোগের সময় থেকেই কোনও খোঁজ মিলছিল না। মাত্র দু’মাস আগে সিকিমের লাচুংয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন পূর্ব সাতালির বিশ্বনাথ পাড়ার শিবু কিসকু, এরবিন ওঁরাও, বিফে হাঁসদা, বিরসা মারান্ডি, বাবলু কিসকু। সিকিমের বিপর্যয়ের পর তাদের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছিল পরিবারের সদস্যদের।
আরও পড়ুনঃ কৃমিতে কাবু আপনার সন্তান? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন? ফল হতে পারে মারাত্মক
advertisement
এ দিন গ্রামে ফিরে শিবু কিসকু জানান, “মৃত্যুকে চোখের সামনে দেখেছি।খুব ভয় পেয়েছিলাম। একবার ভেবেছিলাম আর ফিরতে পারব না। কিন্তু এখন সত্যি মনে হচ্ছে দ্বিতীয় জন্ম পেলাম।”
বারবার প্রশাসনের কাছে পাঁচজন বাসিন্দাকে কোনও উপায়ে বাড়িতে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছিলেন। অবশেষে সিকিম সরকারের দেওয়া বাসে প্রথমে লাচুং থেকে শিলিগুড়ি এবং এরপর সেখান থেকে বাড়িতে ফিরে আসেন তাঁরা। গ্রামের ছেলেরা সুস্থভাবে বাড়িতে ফিরে আসায় খুশির জোয়ার এলাকায়।
Annanya Dey