কথিত আছে এই পুকুর নাকি এক সময় কর্ণ রাজার অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মহাভারতের দাতা কর্ণ নাকি একসময় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করতে বেরিয়েছিলেন তার সৈন্যসামন্ত নিয়ে। যাত্রাপথে বিশ্রামের জন্য একটা জায়গা বেছে নিয়েছিলেন। সেই সময় তিনি তিনি যে অঞ্চলে বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে পানীয় জলের সমস্যা দেখতে পেয়ে তিনি একটি পুকুর খনন করেন সেই পুকুরই দাতা কর্ণের পুকুর নামে পরিচিত বা করণ দীঘির পুকুর নামে পরিচিত। এই পুকুরকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন লোকগাথা প্রচলিত আছে।
advertisement
পরবর্তীতে এই করণদিঘির বিধায়ক গৌতম পাল এই পুকুরকে ঘিরে একটি ট্যুরিজম পার্কের পরিণত করার পরিকল্পনা করেন। এবং এই পুকুরে মাছ ধরার একটা প্রতিযোগিতাও রাখেন প্রতি বছর। যারা এখানে মাছ ধরতে আসেন তাদের জন্য থাকা এবং খাবারও ব্যবস্থা রয়েছে। বহু মানুষ তাই প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্ণ রাজার পুকুরে আসেন মাছ ধরতে।
পিয়া গুপ্তা