জলপাইগুড়ির ময়নাগুড়ি বিডিও অফিস চত্বরে তৈরি করা হয়েছে এক বিশেষ ‘অভয় পুকুর’, যেখানে সংরক্ষণ করা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নদীয়ালি মাছ। পুঁটি, বোরোলি, টেংরা, সরপুটি সহ বিভিন্ন রিয়াডি মাছ রাখা হচ্ছে এই পুকুরে, যাতে তাদের প্রজনন এবং বংশবৃদ্ধি নিশ্চিত করা যায়। মৎস্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্প শুধু সংরক্ষণের জন্য নয়, সময়মত এই মাছগুলো পুনরায় নদীতে ছাড়া হবে, যাতে জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি, স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: সকালের চা মানেই সিটিসি! কিন্তু জানেন কি, কত জলঘোলা করে এই চা পৌঁছায় আপনার পেয়ালায়
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মৎস্যজীবীদের মতে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদী বড় প্রভাব ফেলবে। একদিকে মাছের সংখ্যা বাড়বে, অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবেন তাঁরা। কৃষকদেরও এক নতুন আয়ের পথ খুলে যাবে, কারণ এই অভয় পুকুরের সংরক্ষিত মাছ থেকে পরবর্তীকালে চাষের জন্যও কিছু সরবরাহ করা হতে পারে। এই প্রকল্প শুধু উত্তরবঙ্গের নদীগুলোর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনবে না, বরং পরিবেশ রক্ষার এক গুরুত্বপূর্ণ নজিরও গড়ে তুলবে!
সুরজিৎ দে





