পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দার পাড়া এলাকায় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়ে যান মাধবী সরকার এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মেসির ইভেন্টে বিশৃঙ্খলা হল কেন? শতদ্রু দত্তকে ইডির জিজ্ঞাসাবাদে উঠে এল নতুন তথ্য!
advertisement
মরশুমের শীতলতম দিন এল কলকাতায়! রবিবার কোথায় কত নামল পারদ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
দুর্ঘটনায় স্বামী ও চার বছরের সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাকটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক ট্রাকচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
