স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে এসেছিল। যদিও ততক্ষণে বহুতলের উপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ মাঝাবাড়ি এলাকায় একটি বহুতলে আগুন লাগে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও জানা গিয়েছে, ভিমরুলের চাকে আগুন ধরিয়ে তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: চিলেকোঠার জীবনে সঙ্গীত আঁকড়ে বাস মা-বাবা ও ছেলের! চোখ বন্ধ করে গান শুনুন
এদিকে দমকলের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি জানান, আগুন কীভাবে লাগল বোঝা যাচ্ছে না। কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা অমিত রায় জানান, ওইখানে স্টিল ফার্নিচারের কারখানা ছিল। বহুদিন তাদের কারখানার গোডাউনে ভিমরুল বাসা বেঁধেছিল। সেই ভীমরুলের চাক আগুন দিয়ে নষ্ট করতে গিয়েছিল কারখানারই দুই কর্মচারী। সেখান থেকেই সম্ভবত আগুন লেগে যায় গোটা কারখানায়।
অনির্বাণ রায়