পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বাজিগুলির মধ্যে বেশির ভাগই নিষিদ্ধ শব্দবাজি। বালুরঘাটে বিক্রির জন্য শব্দবাজিগুলি আনা হয়েছিল বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। এদিকে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন
advertisement
বালুরঘাট থানায় নিষিদ্ধ শব্দবাজি নামানোর সময় উপস্থিত ছিলেন, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী৷ এ বিষয়ে জেলা পুলিশ সুপার সুপার চিন্ময় মিত্তাল বলেন, “মালিকহীন বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে কোথা থেকে এসেছে, এবং কোথায় যাচ্ছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে।”
আরও পড়ুন: ইনসুলিন গাছ চেনেন? বাড়িতে গাছটি টবে রাখুন ও পাতা খান, অচিরেই ডায়াবেটিস ছুমন্তর!
উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকার বেশি৷ এদিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ পাশাপাশি উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলো কোথা থেকে আসল বা এ সমস্ত বাজিগুলি কোথায় যাচ্ছিল বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী