আরও পড়ুন: আধার সংশোধনের নামে চাওয়া হচ্ছে বাড়তি টাকা! তুঙ্গে ক্ষোভ
সোমবার রাতে উত্তর দিনাজপুরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মল্লিকপুর মোড় ও বাসস্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে থাকা একটি পাটের গুদামে হঠাৎই আগুন লাগে। কিছুক্ষণ পর ব্যাপারটি নজরে পড়ে স্থানীয়দের। ওই গুদামে পাট ভর্তি করে রাখা ছিল, যা নিমিষেই আগুনে পুড়ে যায় খাক হয়ে যায়।
advertisement
তড়িঘড়ি এলাকার মানুষই দমকলে খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিন এসে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই দুর্ঘটনা প্রসঙ্গে ওই গুদামের মালিক জানান, তাঁর তিন থেকে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত পাট নষ্ট হয়ে গিয়েছে। এদিকে কীভাবে ওই গুদামে আগুন লাগল তা স্পষ্ট নয়। অনেকেরই ধারণা, আতশবাজি থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পিয়া গুপ্তা






