শুক্রবার সকালে কলকাতা থেকে চাঁচল ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ওই গাড়িটি। ঘটনায় গাড়িতে থাকা দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় দমকল বিভাগের ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালদহ থেকে দমকল বিভাগের ক্রেন আনিয়ে গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা হয়।
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে’ যাচ্ছেন মালদহের বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবক, ভরসা ট্রাই সাইকেল, নেপথ্য কারণ কী
দমকলের চাঁচলের স্টেশন ম্যানেজার রতন সিংহ বলেন, ”কর্মীরা ওই ‘ইউটিলিটি ভ্যান’ নিয়ে হেডকোয়ার্টারে গিয়েছিলেন। ওই গাড়িটিকে বিভিন্ন ধরনের প্রয়োজনে ব্যবহার করা হত। ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুর্ঘটনায় কার্যত প্রাণহানি থেকে রক্ষা পান চালক-সহ ওই দমকল কর্মী। দুর্ঘটনায় গাড়িটি রাজ্য সড়ক থেকে বেশ কিছুটা দূরে নয়ানজুলিতে ছিটকে পড়ে। পাল্টিও খেয়ে যায়। কর্মীরা ওই গাড়ি থেকে কোনওরকমে স্থানীয়দের সাহায্যে বেরিয়ে এসে বাসিন্দাদের ফোন থেকে দমকল অফিসের খবর দেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে । প্রয়োজনে ওই গাড়িতে থাকা চালক ও দমকল কর্মীর সঙ্গেও কথা বলা হবে।