Malda News: মুখ্যমন্ত্রীর 'দুয়ারে' যাচ্ছেন মালদহের বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবক, ভরসা ট্রাই সাইকেল, নেপথ্য কারণ কী
- Published by:Teesta Barman
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Malda News: গত ২৭ নভেম্বর বৈষ্ণবনগর থেকে নবান্ন অভিযান শুরু হয়েছে নিখিলের। ট্রাই সাইকেলের মাথায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফ্লেক্স এঁটেছেন নিখিল। যাতে লেখা হয়েছে চাকরির আবেদন।
মালদহ: সরকারি খাতায় বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। চলাফেরা করতে ভরসা ট্রাই সাইকেল। শারীরিক এবং আর্থিক প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে নিজের অদম্য চেষ্টায় বাংলায় এমএ এবং বিএড পাশ করেছেন মালদহের যুবক নিখিল সরকার। দু’বার স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু, বিশেষ ক্ষমতা সম্পন্ন বা তফশিলি জাতিভুক্ত চাকরিপ্রার্থী হলেও চাকরির ডাক মেলেনি। শেষে ২০২২ প্রাইমারি টেট পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য উত্তীর্ণ হওয়া হয়নি। যদিও ভুল প্রশ্ন মামলায় তিনিও অন্য অনেকের মতো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
এদিকে বয়স থেমে থাকেনি। এখন পরিস্থিতি এমনই যে সরকারি চাকরির আবেদনের জন্য হাতে রয়েছে মাত্র একটা বছর। সরকারি চাকরির আশা পূর্ণ না হওয়ায় শেষে ট্রাই সাইকেলে ‘মুখ্যমন্ত্রীর দুয়ারে’ পৌঁছতে মরিয়া মালদহের বৈষ্ণবনগরের মন্ডাই গ্রামের নিখিল। নিজের নবান্ন অভিযানে সঙ্গী হিসেবে পেয়েছেন একসময়ের ‘ক্লাসমেট’ বন্ধু আনিসুর রহমানকে।
advertisement
advertisement
গত ২৭ নভেম্বর বৈষ্ণবনগর থেকে নবান্ন অভিযান শুরু হয়েছে নিখিলের। ট্রাই সাইকেলের মাথায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফ্লেক্স এঁটেছেন নিখিল। যাতে লেখা হয়েছে চাকরির আবেদন। ট্রাই সাইকেলের মাথায় উড়ছে ভারতের জাতীয় পতাকা। নিখিল জানিয়েছেন, বেঁচে থাকার জন্য তাঁর সম্বল বলতে রেশন সামগ্রী আর সরকারি ভাতার টাকা। বাড়িতে তিনি ছাড়াও রয়েছেন তাঁর বিধবা বোন। আগেও দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার চেষ্টা করেছেন। সেই চেষ্টা সফল হয়নি। চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার আগে নিজের দাবি নিয়ে আরও একবার পৌঁছতে চান ‘মুখ্যমন্ত্রী দুয়ারে’। দেখা পেলে সহৃদয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাঁর রোজগারের একটা ব্যবস্থা করে দেবেন।
advertisement
এমনটাই আশায় বুক বেঁধেছেন বছর ৪৪-এর নিখিল। মালদহ থেকে বাসে বা ট্রেনে চেপে পৌঁছতে চান কলকাতায় এরপর ট্রাই সাইকেল নবান্নে। বন্ধুর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চান সহযাত্রী মহম্মদ আনিসুর রহমানও। কলকাতা যাওয়ার আগে মালদহে সংবাদমাধ্যমের কাছে নিজেদের নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিখিল ও আনিসুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 9:05 AM IST