স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মারিয়া গ্রামের বাসিন্দা খোকা সিং তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। খোকা সিং কৃষি কাজ করে সংসার চালাতেন। গতকাল রাতে খোকাবাবু সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রেখে ছিলেন। জানা গিয়েছে, জ্বালানো ওই প্রদীপটি ইঁদুর টেনে নিয়ে যাওয়ার সময় আচমকাই ঘরে আগুন লেগে যায়।
advertisement
আরও পড়ুন: 'নাম পাল্টে যাবে শুভেন্দু অধিকারীর!' 'আক্ষেপ' ফিরহাদ হাকিমের! বেনজির কটাক্ষ
আগুনের শিখায় এতটাই তেজ ছিল আগুনে গ্রাস করল দুটি পরিবারের সহ ৪ টি ছাগল ও ৬ টি মুড়গি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে রায়গঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বিক্রি না হওয়া লটারিতে ১ কোটি টাকা জিতলেন কোচবিহারের ব্যক্তি, তারপরই ঘটল চমকপ্রদ ঘটনা
পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌমেন রায়। তিনি এসে খোকা সিংয়ের পরিবারের সদস্য কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মুক্তা সরকার, রায়গঞ্জ