কালচিনি ভাটপাড়া এলাকার বাসিন্দা বিশ্বাসী ওরাও-কে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ৯ জুলাই ব্লাড প্রেসার হাই হয়ে মাটিতে পড়ে যায় বিশ্বাসী ওরাও। এরফলে তার মাথা ফেটে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আজকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন ভোর থেকে পাওয়া যাচ্ছেনা বিশ্বাসী ওরাওকে।তার পরিবারের সদস্যরা এসে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ।
advertisement
ওই মহিলার মেয়ে জামাই সুমিত মুন্ডা জানান, “গতকাল পর্যন্ত উনি হাসপাতালে ছিলেন। ভোরের পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না, তা আমরা হাসপাতালে আসার পরেও কেউ জানায়নি। আমরা সকলকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনও উত্তর দেয়নি। পুলিশও প্রথমে অভিযোগ নিচ্ছিল না।” এদিকে বেলা বাড়তে এই ঘটনার খবর চাউর হতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাসপাতাল চত্ত্বরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডল জানান, “আমরা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছি। এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে। তবে পাওয়া যায় রোগীদের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ওই রোগী নিজেই বেরিয়ে যান।”
Annanya Dey