TRENDING:

Female Fuchka Seller: ১০ টাকায় ৭টা ফুচকা! সংসারের হাল ধরতেই 'অন্য' পেশায়! শহরের সব ভিড় ইলার দোকানে

Last Updated:

Female Fuchka Seller: এই দোকানে ১০ টাকায় ৭টা ফুচকা বিক্রি করা হচ্ছে। এছাড়া রয়েছে দই ফুচকা ২০ টাকা মূল্যে ৬পিসের একটি প্লেট। বহু মানুষ এই দোকানে আসছেন ফুচকা খেতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেকটাই কঠিন। তাই তো জেলায় প্রায় সর্বত্রই ফুচকার দোকানে দেখতে পাওয়া যায়। তবে দেখা যায় জেলার বেশিরভাগ ফুচকার দোকানের কর্ণধার পুরুষ। কিন্তু, এবার জেলা কোচবিহারের গ্রাম্য এলাকায় দেখা গেল এক অন্য চিত্র। এক মাঝ বয়সি মহিলা গ্রামের রাস্তার পাশে দোকান দিয়ে ফুচকা বিক্রি করছেন। এবং দোকানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে ফুচকা খেতে ব্যস্ত। অনেক গ্রাহক বলছেন দোকানের ফুচকার স্বাদ অন্যান্য দোকানের চাইতে অনেকটাই ভাল। এছাড়া স্বল্প দামেই মিলছে ফুচকা।
advertisement

এই ফুচকার দোকানের কর্ণধার দোকানের ইলা দে সরকার জানান, “আট মাস আগে আচমকাই একদিন তাঁর স্বামী মারা যান শারীরিক অসুস্থতার জন্য। তাঁর এক ছেলে রয়েছে। সে এখন পড়াশোনা করছে ক্লাস নাইনে। তাই সংসারের হাল সামলাতে এবং আর্থিক যোগান করতে এই ফুচকার দোকান শুরু করেন তিনি। সংসারের কাজ সামলে তারপর তিনি এই ফুচকার দোকান শুরু করেন। তাঁর দোকানে ১০ টাকায় ৭টা ফুচকা বিক্রি করা হচ্ছে। এছাড়া রয়েছে দই ফুচকা ২০ টাকা মূল্যে ৬পিসের একটি প্লেট। বহু মানুষ তাঁর দোকানে আসছেন ফুচকা খেতে।”

advertisement

দোকানে ফুচকা খেতে আসা দুই গ্রাহক সৌমিত্র দাস এবং সঞ্জয় ঘোষ জানান, “জেলায় বহু ফুচকার দোকান থাকলেও এই দোকানের ফুচকা বেশ অনেকটাই ভাল মানের। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে এই দোকানের ফুচকা। ফলে ফুচকার স্বাদ অনেকটাই ভাল। স্বল্প দামে অনেকটাই ফুচকা পাওয়া যাচ্ছে এখানে। ফলে স্কুল পড়ুয়াদের পাশাপশি পথ চলতি মানুষেরা এই ফুচকার দোকানে ভিড় করছেন। এছাড়াও দই ফুচকা পাওয়া যাচ্ছে এই দোকানের মধ্যে স্বল্প দামেই। তাই দোকানের কদর বাড়তে শুরু করেছে এলাকার মানুষের মধ্যে।”

advertisement

দীর্ঘ সাত মাস আগে সংসারের হাল সামলাতে শুরু করেছিলেন এই ফুচকার দোকান। ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে এই দোকানের। বর্তমানে ধীরে ধীরে এই দোকানের পরিচিত বেড়েছে গোটা এলাকায়। দুপুর থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত এই মহিলার ফুচকার দোকানে ভিড় লেগেই থাকে। সবচেয়ে বেশি স্কুল পড়ুয়ারা এই দোকানের ফুচকা খেতে দারুণ পছন্দ করে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিথারীর খয়রা কালীর কৃপায় সেরেছিল মহামারি! দেবীর পুজোর অলৌকিক কাহিনি জানুন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Female Fuchka Seller: ১০ টাকায় ৭টা ফুচকা! সংসারের হাল ধরতেই 'অন্য' পেশায়! শহরের সব ভিড় ইলার দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল