আম চাষি হুমায়ুন কবির বলেন, “আবহাওয়ার পরিবর্তনের ফলে খুব কম পরিমাণে ফলন হয়েছে আমের। আবার বাজারেও আগের বছরে তুলনায় অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে আম। বাজারে দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। বর্তমানে ল্যাংড়া, হিমসাগর, লক্ষণ ভোগ সহ একাধিক প্রজাতির আম ভাঙা হচ্ছে। খুচর বাজারে ৩০ থেকে ৪০ টাকা কিলো দরে পাওয়া যাবে আম। ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে ১৫০০-২০০০ টাকা কুইন্টাল। যা গত বছরের তুলনায় অনেক কম।”
advertisement
আরও পড়ুন: ব্যাপক ডিমান্ড! ঘোড়ার গাড়ির জায়গায় বিয়েবাড়ি কাঁপাচ্ছে গ্যারেজ মিস্ত্রির বানানো গাড়ি
জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, “এ বছর আমের ফলন প্রায় ৩.৫০ লাখ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার অধিকাংশ আম জি.আই তকমা প্রাপ্ত। তাই মালদহ জেলার আমির চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে একটু কাঁচা ও শক্ত অবস্থায় আমগুলো ভেঙে ভিন রাজ্যে রফতানি করা হচ্ছে। কিছুদিন পর আবার বিদেশেও রফতানি করা হবে মালদহের আম। প্রতিবছরই দেশ-বিদেশে রফতানি হয়ে থাকে মালদহ জেলার আম।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ জেলার ১৫ টি ব্লকের প্রায় ৩১ হাজার ৮১২ হেক্টর এলাকা জুড়ে হয় আম চাষ। একাধিক প্রজাতির সুস্বাদু আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। মালদহের আমের চাহিদা রয়েছে দেশ-বিদেশেও।
জিএম মোমিন