TRENDING:

লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা

Last Updated:

লাভের আশায় বাদাম চাষ করে ফাঁপরে তিস্তা পাড়ের কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে বাদাম। ফলে এবার আর্থিক ক্ষতি স্বীকার করে অনেক কম দামেই বাদাম বেচতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: লাভের আশায় বাদাম চাষ করে ফাঁপরে তিস্তা পাড়ের কৃষকরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে বাদাম। ফলে এবার আর্থিক ক্ষতি স্বীকার করে অনেক কম দামেই বাদাম বেচতে হবে।
advertisement

আলু চাষ করে দু'পয়সা ঘরে তুলেছিলেন জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষকরা। ভেবেছিলেন বর্ষার আগে বাদাম চাষ করে উপার্জন আরও খানিকটা বাড়িয়ে নেবেন। ভাবনা মতোই এলাকার কয়েক ঘর কৃষক বাদাম চাষ শুরু করেন। কিন্তু বিধি বাম। কৃষকদের আশায় জল ঢেলেছে প্রকৃতি। ফসল তোলার মুখে জমিতে ঢুকে পড়েছে ব্যারাজের জল। জলমগ্ন জমিতে পচন ধরেছে বাদাম গাছে। এতেই শেষ নয়। জমি থেকে সামান্য পরিমাণ বাদাম তুলে এনেও রেহাই নেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো, রোদ-বৃষ্টির লুকোচুরিতে শুকোচ্ছে না বাদাম। মাথায় হাত কৃষকদের।

advertisement

গত বছর পাইকারি বাজারে কেজি প্রতি ৪৫ টাকা দরে বাদাম বিক্রি হয়েছিল। এবার তা কমে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা হওয়ার আশঙ্কা। ফলে লাভ তো দূরের কথা, খরচ উঠলেই হাঁফ ছেড়ে বাঁচবেন তিস্তা পাড়ের কৃষকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

আরও পড়ুন: লোকাল ট্রেনের কামরায় যুগলকে হেনস্থা, তরুণীর পোশাক নিয়ে অশালীন উক্তি সহযাত্রীর !

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা