আলু চাষ করে দু'পয়সা ঘরে তুলেছিলেন জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষকরা। ভেবেছিলেন বর্ষার আগে বাদাম চাষ করে উপার্জন আরও খানিকটা বাড়িয়ে নেবেন। ভাবনা মতোই এলাকার কয়েক ঘর কৃষক বাদাম চাষ শুরু করেন। কিন্তু বিধি বাম। কৃষকদের আশায় জল ঢেলেছে প্রকৃতি। ফসল তোলার মুখে জমিতে ঢুকে পড়েছে ব্যারাজের জল। জলমগ্ন জমিতে পচন ধরেছে বাদাম গাছে। এতেই শেষ নয়। জমি থেকে সামান্য পরিমাণ বাদাম তুলে এনেও রেহাই নেই। গোদের ওপর বিষফোঁড়ার মতো, রোদ-বৃষ্টির লুকোচুরিতে শুকোচ্ছে না বাদাম। মাথায় হাত কৃষকদের।
advertisement
গত বছর পাইকারি বাজারে কেজি প্রতি ৪৫ টাকা দরে বাদাম বিক্রি হয়েছিল। এবার তা কমে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা হওয়ার আশঙ্কা। ফলে লাভ তো দূরের কথা, খরচ উঠলেই হাঁফ ছেড়ে বাঁচবেন তিস্তা পাড়ের কৃষকরা।
আরও পড়ুন: লোকাল ট্রেনের কামরায় যুগলকে হেনস্থা, তরুণীর পোশাক নিয়ে অশালীন উক্তি সহযাত্রীর !