লোকাল ট্রেনের কামরায় যুগলকে হেনস্থা, তরুণীর পোশাক নিয়ে অশালীন উক্তি সহযাত্রীর !

Last Updated:

ফের যেন পুনরাবৃত্তি ঘটল মেট্রোর ‘আলিঙ্গন’ বিতর্ক ৷ তবে এবার আলিঙ্গন নয়, বরং বসার আসন চাওয়ায় হেনস্থার মুখে পড়তে হল তরুণ ও তরুণীকে ৷

#কলকাতা: ফের যেন পুনরাবৃত্তি ঘটল মেট্রোর ‘আলিঙ্গন’ বিতর্কের ৷ তবে এবার আলিঙ্গন নয়, বরং বসার আসন চাওয়ায় হেনস্থার মুখে পড়তে হল তরুণ ও তরুণীকে ৷ এমনকী, তরুণীর পোশাক নিয়েও কটুক্তি করল ট্রেনের সহযাত্রীরা ৷ পুরো অভিজ্ঞতার কথা ফেসবুকে জানালেন তরুণী ৷
তরুণী ফেসবুকে লিখলেন, গত শনিবার শিয়ালদহ থেকে বারাকপুরে যাওয়ার জন্য কৃষ্ণনগর লোকালে উঠি, আমি আর আমার এক বন্ধু ৷ আমরা দু’জন যাতে পাশাপাশি একই সিটে বসতে পারি, সেই সিটে বসে থাকা মধ্যবয়স্ক এক ব্যক্তিকে সরে বসার অনুরোধ করি ৷ কিন্তু ফ্যানের নিচ থেকে তিনি সরবেন না বলে জানান এক যাত্রী ৷ উপায় না দেখে খুবই অল্প জায়গাতে চেপেচুপে বসার চেষ্টা করি দু’জনে ৷ তা নিয়েই নানা উক্তি করতে থাকেন ওই যাত্রী ৷ শুরু হয় কথা কাটাকাটিও ৷ শুধু তাই নয়, পরের স্টেশন থেকে অন্য যাত্রী কামরায় উঠলে, তাঁদের সঙ্গে নিয়েই নানা কটুক্তি করতে থাকেন ৷ এমনকী, আমার পোশাক নিয়ে অভব্য মন্তব্য করেন ওই যাত্রী ৷
advertisement
তরুণী ফেসবুকে লেখেন, ‘মেয়ে হয়ে জেনারেল কামরায় ওঠার জন্য আমাকে কটুক্তি করে ৷ এমনকী, আমি জিনস ও টপ পরে থাকায় আমার পোশাক, আচার-ব্যবহার নিয়ে মন্তব্য করেন উনি ৷ আমাকে বলেন, মেট্রোর ঘটনা নাকি আমাদের মতো তরুণ-তরুণীদের জন্যই ঘটেছে ৷ ’
advertisement
গোটা কাণ্ডটি তরুণী মোবাইলে রেকর্ডিং করে ফেসবুকে শেয়ার করেছেন ৷ পুলিশের কাছেও দায়ের করেছেন অভিযোগ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লোকাল ট্রেনের কামরায় যুগলকে হেনস্থা, তরুণীর পোশাক নিয়ে অশালীন উক্তি সহযাত্রীর !
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement