গত ৫ নভেম্বর সঞ্জিতা বিবি হৃদরোগের সমস্যা নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আসে। সেই সময় তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে সিসিইউতে ভর্তি করানো হয়।গত ৬ নভেম্বর সন্ধ্যে নাগাদ ওই মহিলার মৃত্যু হয়।তার পরিবারের সদস্য জাভেদ আলি হাসপাতালে আলিপুরদুয়ারের দমনপুর এলাকার ঠিকানা ও একটি ফোন নম্বর দিয়েছিলেন।হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মন্ডল জানান, “জাভেদ আলি ওই মহিলার জাতীয় পরিচয় পত্র দিতে পারেননি।হাসপাতালকে তিনি জানান ওই দেহ তিনি নিতে পারবেন না। আসলে ওই মহিলার কোন পরিচয়পত্র নেই।”
advertisement
আরও পড়ুন: মা আর দাদু ছিল বাড়িতে, তার মাঝেই নিখোঁজ ৭ মাসের কন্যা! ১০ ঘণ্টাতেই অপরাধ ফাঁস করল পুলিশ
জানা যায়, ওই পরিবারের সদস্যরা দিল্লিতে কাজ করত।দিল্লি থেকে আলিপুরদুয়ারে আসে তারা সম্প্রতি।সন্দেহভাজন হওয়ায় কাগজপত্র দেখাতে পারেনি বলে অনুমান হাসপাতাল কতৃপক্ষের।এ বিষয়ে দমনপুর এলাকায় ওই পরিবারকে খোঁজ করা হলে তাদের পাওয়া যায়নি।উধাও জাভেদ আলি সহ তার পরিবারের সদস্যরা। ওই মহিলার দেহ না নেওয়ায় এখন এ নিয়ে অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সেরা শিক্ষকের স্বীকৃতি, মালদহের শিক্ষক পেলেন দ্রোণাচার্য সম্মান! গর্বে বুকে ভরছে সবার
মহিলার দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতদিন তা রাখা হবে তা জানা যায়নি। মহিলার পরিবারের পক্ষ থেকে কেউ যদি না আসে তাহলে তার অন্তিম সৎকারের ব্যবস্থা হাসপাতালের পক্ষ থেকেই করা হবে।
