তুফানগঞ্জ মহকুমা এলাকার কৃষক নিলয় কৃষ্ণ পাল জানান, তিনি স্বল্প জমির মধ্যে জৈব পদ্ধতিতে মিশ্র চাষ করেছেন। বছরের এই মরসুমে বর্ষার বেগুন, জাংলী (মাচার) পটল এবং টমেটো চাষ করেছেন তিনি। একটি জমিতে একটি ফসল করলে লাভ কম হয়। এক্ষেত্রে প্রতিটি ফসল থেকে আলাদাভাবে আয় আসবে। একটি জমিতে সার ব্যবহারের মাধ্যমে তিনটি ফসলের আয় তিনি পাবেন। এছাড়া কোন ফসলের বাজার দর কম হলে, অন্য ফসল থেকে সেই ক্ষতি পূরণ করা সম্ভব। তাই এই মিশ্র পদ্ধতিতে চাষাবাদ কৃষকের জন্য অনেকটাই লাভজনক পদ্ধতি।
advertisement
আরও পড়ুন: নামে কচু, লাভে ডবল! শুধু চাষের আগে বেছে নিতে হবে এই প্রজাতি
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী শংকর সাহা জানান, বর্তমান সময়ে কৃষকদের জমির সঠিক ব্যবহার সম্পর্কে প্রতিনিয়ত জানানো হয়। যাতে কৃষক স্বল্প জমির মাধ্যমেই অধিক পরিমাণ লাভ পেতে পারেন। এক্ষেত্রে মিশ্র চাষ একটি অত্যন্ত উপযোগী চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি জমিতে দুটি বা তার বেশি ফসল চাষ করা সম্ভব। এক্ষেত্রে একটি ফসল অন্য ফসলের ক্ষতিপূরণ করতে পারে। এছাড়াও সার ও কীটনাশক অনেকটাই কম ব্যবহার হয় কৃষকের। যদিও প্রাথমিকভাবে কৃষকের কিছুটা খরচ হয়। তবে কৃষকের লাভের মাত্রা থাকে অনেকটাই বেশি এই পদ্ধতিতে চাষ করলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে জেলার বহু কৃষক এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করছেন। আর সেই সমস্ত কৃষকেরা লাভ পাচ্ছেন অনেকটাই বেশি। কৃষকদের উচিত স্বল্প জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করা। তাহলে কৃষকের একটি জমি থেকেই দুটি বা তার চেয়ে বেশি ফসলের লাভ পাওয়া সম্ভব হবে। তাহলে কৃষক খুব সহজেই বেশি চাষাবাদ করতে সক্ষম হবেন।
Sarthak Pandit





