ফালাকাটায় নিয়ম মেনে আয়োজিত হয় বট-পাকুরের বিয়ে। পুরোহিত ছিলেন ৫ জন। উপস্থিত ছিলেন বর পক্ষ ও কনে পক্ষ। মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে সম্পূর্ণ হিন্দু মতে বিয়ে সম্পন্ন হয়। কন্যাদান থেকে শুরু করে মালাবদল,সিঁদুর দান হয়। এখানেই শেষ নয় বউভাতের অনুষ্ঠানের আয়োজন হয়। পাত পেড়ে খাওয়ানো হয় সকলকে। খাবারের মেনু ছিল খিচুড়ি, মিক্সভেজ, পনিরের সবজি, চাটনি আর সবশেষে মিষ্টি।নিমন্ত্রিত ছিলেন প্রায় দু হাজার মানুষ। সকলেই পাতপেড়ে খেয়েছেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তিনদিন ধরে বিয়ের অনুষ্ঠান পালিত হয় ফালাকাটায়। ফালাকাটা থানা কালী মন্দির প্রাঙ্গনে রয়েছে বট ও পাকুড় গাছ। এই দুটি গাছের বিয়ে দিয়ে মঙ্গলকামনায় ব্রতী হয়েছেন ভক্তরা। তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিলেন কারা হবেন বর পক্ষ এবং কারা হবেন কনে পক্ষ। তারপরেই শুরু বিয়ের তোড়জোড়। নতুন জামাকাপড় কেনা, বিয়ের সামগ্রী আনা এবং সব নিয়ম পালন করা। বড়পক্ষের তরফে শুভব্রত দে জানান, “এই দুটি গাছ শত বর্ষ প্রাচীন। গাছ দুটি যাতে যথাযত সম্মান পায়, আগামী প্রজন্ম যাতে গাছ দুটির সংরক্ষনে এগিয়ে আসে তার জন্য এই আয়োজন।”
আরও পড়ুনSiliguri News: একরাশ স্বপ্ন নিয়ে শহর পেরিয়ে দেশের মঞ্চে ন’ বছরের সুকৃতি… ‘সুপার ডান্সার ৫’-এ বাজিমাত
তবে শুধু বিয়ে নয়, ছিল পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর বার্তা।যারা বিয়ে দেখতে এসেছিলেন তাঁদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ।
Annanya Dey