Siliguri News: একরাশ স্বপ্ন নিয়ে শহর পেরিয়ে দেশের মঞ্চে ন' বছরের সুকৃতি... ‘সুপার ডান্সার ৫’-এ বাজিমাত
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
শাস্ত্রীয় নৃত্য থেকে ব্রেকিং বা হিপহপ, সবেতেই সমান সাবলীল সুকৃতি। ছোট্ট ঘরে ঠাসাঠাসি করে চলা প্র্যাকটিস, বারবার আঘাত লাগা, তাও হার মানেনি সে। সুকৃতির এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, মা-বাবার সমর্থন ও শিক্ষকদের নিষ্ঠা।
শিলিগুড়ি: বয়স মাত্র নয়। কিন্তু চোখে তার এক আকাশ স্বপ্ন। আর সেই স্বপ্নের রঙ তুলিতে আঁকা হচ্ছে মঞ্চে মঞ্চে, শহর ছেড়ে রাজ্য পেরিয়ে এখন দেশের পর্দায়। শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার সুকৃতি পাল এখন গোটা দেশের গর্ব। সোনি টিভির জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা সুপার ডান্সার চ্যাপ্টার ৫-এ সে পৌঁছে গেছে সেরা ১২-র মধ্যে।
শাস্ত্রীয় নৃত্য থেকে ব্রেকিং বা হিপহপ, সবেতেই সমান সাবলীল সুকৃতি। ছোট্ট ঘরে ঠাসাঠাসি করে চলা প্র্যাকটিস, বারবার আঘাত লাগা, তাও হার মানেনি সে। সুকৃতির এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, মা-বাবার সমর্থন ও শিক্ষকদের নিষ্ঠা। বাবা সন্তু পাল একজন স্কুলশিক্ষক। পরিবারের সীমিত সামর্থ্যর মধ্যেও মেয়ের প্রতিভাকে আটকে দেননি তারা। বরং পাশে থেকে সাহস জুগিয়েছেন প্রতিদিন। সুকৃতির বাবা বলেন, “ও ছোট থেকেই খুব একাগ্র। স্বপ্ন দেখে আর পরিশ্রম করে। এই সাফল্য ওর প্রাপ্য।”
advertisement
advertisement
শাস্ত্রীয় নৃত্য শেখেন অশিক সরকার-এর কাছে, ব্রেকিং শেখেন কৌশিক চৌধুরী-র কাছ থেকে, হিপহপ শেখেন আমান পরোয়ানা-র কাছে। শুধু একটি প্রতিযোগিতা নয়, এই যাত্রা সুকৃতির জীবনের প্রথম বড় অধ্যায়। কলকাতায় একটি বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতায় সেরা বাছাই হওয়ার পর, তার নৃত্যগাথা পৌঁছে যায় মায়ানগরীর আলোঝলমলে মঞ্চে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2025 5:46 PM IST







