TRENDING:

Lottery: লটারির টিকিট বদলে দেয় জীবন! সেই লটারিতে এমন ঘটনা! আপনিও সাবধান না হলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে

Last Updated:

Lottery Ticket : মাঝে মাঝে ভাগ্য বদলাতে লটারির টিকিট কাটেন? সাবধান হোন এক্ষুনি। তা না হলে খোয়া যেতে পারে আপনার টাকা। তখন টাকা পাওয়া দূরের কথা, খোয়া টাকার জন্য এই হুতাশ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাঝে মাঝে ভাগ্য বদলাতে লটারির টিকিট কাটেন? সাবধান হোন এক্ষুনি। তা না হলে খোয়া যেতে পারে আপনার টাকা। তখন টাকা পাওয়া দূরের কথা, খোয়া টাকার জন্য এই হুতাশ করতে হবে।
অবৈধ লটারি 
অবৈধ লটারি 
advertisement

ভাবছেন কেন? অবৈধ লটারির ব্যবসা রমরমা ময়নাগুড়িতে। তা নিয়ে অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। লটারি কাটতে গিয়ে তাই এবার একটু সতর্ক থাকুন। সম্প্রতি ময়নাগুড়ি এলাকায় বেড়ে উঠছে অবৈধ ও ভুয়ো লটারি ব্যবসার অভিযোগ।

একাধিক অসাধু লটারি বিক্রেতা বেশি লাভের আশায় জাল লটারি টিকিট বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এসব টিকিটের নাম্বার কোনও অনুমোদিত লটারি কোম্পানির ডাটাবেসে নথিভুক্ত নয়। ফলে যেসব ক্রেতার টিকিটে পুরস্কার লেগেও যায়, তাঁরা পরে পুরস্কার পান না। এতে সাধারণ মানুষের ক্ষতির পাশাপাশি বৈধ লটারি ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

advertisement

এই ঘটনায় আজ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার কিছু বৈধ লটারি বিক্রেতা। তাঁদের অভিযোগ, লক্ষ্মীরহাট, রাখালেরহাট-সহ আশপাশের এলাকায় কিছু অসাধু বিক্রেতা অনুমোদনবিহীন লটারি বিক্রি করছে, যেগুলোর সঙ্গে কোনও “ডিয়ার” বা সরকারি অনুমোদিত কোম্পানির সম্পর্ক নেই।

View More

আরও পড়ুন- মাঠে ঢুকে কোহলিকে প্রণাম! ইডেনে ঢুকে পড়া আর কি সম্ভব? দিল্লি বিস্ফোরণের পর যা হচ্ছে…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরবের খেজুর চাষ করে নজির বসিরহাটের সিরাজুলের, দেখাচ্ছেন নতুন আয়ের দিশা!
আরও দেখুন

বৈধ এজেন্সিগুলির দাবি, তারা নিয়মিত সরকারের কাছে ৪০ শতাংশ জিএসটি প্রদান করে ব্যবসা পরিচালনা করেন। অথচ এই অবৈধ ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে বেআইনি লটারি বিক্রি করছে এবং বিজয়ীরা প্রতারিত হচ্ছেন। পুলিশের কাছে তাঁরা দ্রুত তদন্ত শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery: লটারির টিকিট বদলে দেয় জীবন! সেই লটারিতে এমন ঘটনা! আপনিও সাবধান না হলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল