পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাবদুল শেখ, সাহুল শেখ, ওয়ায়েশ শেখ, মোঃ লুৎফুর শেখ, জালাল শেখ। প্রত্যেকের বাড়ি মালদহের কালিয়াচক থানায় এলাকায়। জানা যায়, এদিন ইংরেজবাজার থানার পুলিশ সিএমজি এবং এসওজির যৌথ অভিযানে ইংরেজবাজারের উকিলপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযানে সন্দেহভাজন একটি ভুটভুটি-সহ তিন যুবককে আটক করে।
তাদের তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১ কেজি ৫৮৬ গ্রাম হেরোইন। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আরও দুই জনের নাম উঠে আসে। এর পর এই ঘটনায় কালিয়াচক থানা এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন- ঝলমলে রোদ দেখে আনন্দ হয়েছিল? এক ঘণ্টায় আসছে আকাশভাঙা বৃষ্টি, ফের তোলপাড় আবহাওয়া
এদিকে বৃহস্পতিবার ধৃত ৫ জনকে পুলিশি হেফাজতের আবেদনে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি তা জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।