আরও পড়ুন: প্রবল বর্ষণে কাঁপবে উত্তরবঙ্গ! দার্জিলিং থেকে শিলিগুড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবারেও!
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “স্বাধীনতার পর থেকে এখানে বাঁধ ছিল না। ফলে প্রতিবছর বর্ষা এলেই তাঁরা ভাঙনের আতঙ্কে দিন গোনে। এ বছর বর্ষাতে আত্রেয়ী খাঁড়ি বরাবর কলোনীর একাংশ ভেঙে পড়ছিল। ওই সমস্যা নজরে আসতেই আমরা সেচ দফতরকে চিঠি করা হয়েছিল। সেচ দফতরের তরফে ওই কাজের জন্য বরাদ্দ করেছে। ১০ লক্ষ টাকা ব্যয় করে ওই কাজ হবে।”
advertisement
সেচ দফতর সূত্রে খবর, ওই আত্রেয়ী কলোনীর অবস্থান একেবারে আত্রেয়ী নদী ও আত্রেয়ী খাঁড়ির সংযোগস্থলে। অভিযোগ, প্রতিবছর ওই এলাকায় ভাঙন দেখা যায়। এমনকি বর্ষাতে সামান্য জল বাড়লেই এলাকা ছাড়তে হয় স্থানীয়দের। তাই ওই কলোনী এলাকায় স্থায়ী গার্ডওয়ালের দাবি তুলেছে বাসিন্দারা। এ দিকে গত মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে আত্রেয়ী খাঁড়ির জল অনেকটাই বেড়ে যায়। ফলে শহরের জোড়া ব্রিজের স্লুইস গেট খুলে দেওয়া হয়। ওই জলস্রোতে ভাঙন দেখা দিয়েছে। খাঁড়ি থেকে অনেকটাই ভেঙেছে। আর একটু ভাঙলেই তলিতে যাবে বাড়িঘর। অবশেষে ওই কাজ হবে বলে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়। এদিন চেয়ারম্যানের মুখে এমন কথা শুনে স্থানীয় বাসিন্দারা খুশি।