রেল লাইনের পার্শ্ববর্তী এলাকাতে মাঝেমধ্যেই বন্য প্রাণীদের আনাগোনা লেগেই থাকে বেশ কিছুদিন আগে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছিল গর্ভবতী হাতির কিন্তু আজ চালকের তৎপরতায় বেঁচে গেল প্রাণ আরেকটি হাতির। ডুয়ার্সের এই রেলপথে ট্রেনের গতিবেগও বেঁধে দেওয়া হয়েছে এছাড়াও বাড়তি সতর্কতা অবলম্বন করে এই রেলপথে ট্রেন চালিয়ে থাকেন চালকেরা। তারই জেরে মঙ্গলবার প্রাণে বেঁচে গেল বন্য প্রাণ।
advertisement
আরও পড়ুন: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন
এই খবরে খুশি এলাকার মানুষজন। বন দফতর বিশেষ ব্যবস্থা নিয়েছে বন্য প্রাণ বাঁচানোর জন্য! হাতির মৃত্যু এখানে প্রায় ঘটতে দেখা যায়! তবে এই লাইনে সতর্ক হয়েই চালাতে হবে ট্রেন। না হলে হাতি বা বন্য প্রাণের মৃত্যু এড়ানো মুশকিল! তবে আপাতত এই হাতিটির প্রাণ বাঁচায় সকলেই প্রশংসা করছেন ওই চালকের!
সুরজিৎ দে