TRENDING:

ইলেকট্রিক শক লেগে হাতির মৃত্যু, রাতের অন্ধকারে যা হয়েছিল...! মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে

Last Updated:

Elephant Death: জানা যায়, দু'বছর আগে এই এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতিকে এভাবে ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার। সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিজয়পুরবস্তি এলাকায়। ইলেকট্রিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় যিনি জড়িত তাঁকে বন দফতরের পক্ষ থেকে আটক করা হয়েছে। বন দফতরের আধিকারিক ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
advertisement

এদিন সকালে বিজয়পুরবস্তি অঞ্চলের এক বাসিন্দার সুপারি বাগানে হাতিটির মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গতকাল রাতে হাতিটি সুপারি বাগানে প্রবেশ করে বাগান তছনছ করে। বনকর্মীদের অনুমান, সেখান থেকে বেরনোর সময়  ইলেকট্রিক শক লেগে হাতিটির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ লাথি, চর, ঘুষি…! মাছ চুরির অপবাদে বেলঘরিয়ায় যুবককে মারধর, কাঠগড়ায় ‘প্রভাবশালী’

advertisement

অভিযোগ, সুপারি বাগানে ইলেকট্রিক তার লাগিয়ে সেটা দিয়ে হাতিটিকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। হাতিটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে সুপারি বাগানে তারের উপস্থিতি দেখা গিয়েছে।

View More

মৃত হাতিটিকে দেখতে এলাকায় ভিড় জমেছে। বন দফতরের কর্মীরা এলাকাবাসীদের ভিড় কমাতে বলেছেন। জানা যায়, দু’বছর আগে এই এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতিকে এভাবে ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছিল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি হরিকৃষ্ণন পিজে জানান, ‘এটি খুব দুঃখজনক একটি ঘটনা। হাতি নিয়ে বারবার সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে। তারপরও এমন ঘটনা ঘটল। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইলেকট্রিক শক লেগে হাতির মৃত্যু, রাতের অন্ধকারে যা হয়েছিল...! মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল