স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে শাবকসহ ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে নেপচাঁপুর চা বাগান বস্তি এলাকায়। হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়। হাতির দলটি সেই শাবকটির উদ্ধার করার চেষ্টা করে। নালা থেকে উদ্ধার করতে গিয়ে অন্যান্য হাতির পায়ের চাপে মাটি ধসে পড়ে সেই বাচ্চার উপরে পড়ে। মাটি চাপা পড়ে শাবকটির মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন : ‘ফাঁকি দিলেই…’, এবার বিদেশি পড়ুয়াদের বিরাট হুঁশিয়ারি ট্রাম্পের! কোপে পড়বেন ভারতীয়রাও
বনদফতরের কর্মীরা রাত থেকেই ঘটনাস্তলে থাকলেও হাতির দলের জন্য সেই শাবকটি সামনে যেতে পারিনি। অবশেষে বুধবার ভোর নাগাদ হাতির দলটিকে সেখান থেকে দূরে সরিয়ে মৃত হাতিশাবকটিকে উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্তের পর শাবকটি শেষকৃত্য করা হবে বলে বনদফতর সূত্রে খবর।