বুনো হাতির হানায় অতিষ্ট মাদারিহাটের বাসিন্দারা। প্রতি রাতেই গৃহস্থদের বাড়িতে হানা দিয়ে তছনছ করছে বুনো হাতি। মাদারিহাটেথ মেঘনাদ সাহা নগর এলাকায় প্রায় দিন হানা দিচ্ছে বুনো হাতি। হানা দিয়ে এলাকার দুজন বাসিন্দার ঘর ভেঙে দিয়েছে। এই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। বাসিন্দারা জানান, প্রতি রাতে বুনো হাতি আক্রমণ করছে লোকালয়ে ঢুকে। হাতির হানা থেকে বাঁচতে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের রেশ, জেলার এই হাসপাতালে চিকিৎসা করতে এসে বিপাকে রোগীরা
বন দফতরকে বিষয়টি বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। রাত্রিবেলায় বন দফতরের পক্ষ থেকে কোনওরকম টহলদারি করা হচ্ছে না বলে দাবি করা হয়েছে। এমনকি হাতি এসে গেলে বন দফতরে ফোন করলে কোনও বনকর্মী আসে না বলেও আক্ষেপের সঙ্গে জানিয়েছেন স্থানীয়রা। যদিও জলদাপাড়া বনবিভাগের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। হলং অগ্নিকাণ্ডের দুমাস পর থেকে শুরু হয়েছে হাতির হানা। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলদাপাড়ার পর্যটন।
অনন্যা দে