বৃষ্টি ভেজা নিঝুম রাতে বুনো হাতির ভয়াবহ তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, জলদাপাড়ার জঙ্গল থেকে একদল হাতি হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালায় মাদারিহাটের মেঘনাদ সাহা নগর এলাকায়। দু’মাস পর আরও এই এলাকায় হাতির হানা ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি ঘর ও একটি চায়ের দোকান। আতঙ্কে এলাকার বাসিন্দারা। গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুনো হাতির দলটি মেঘনাদ সাহা নগর এলাকায় প্রবেশ করে।
advertisement
আরও পড়ুন: এক গাড়ি আলু লাখ টাকায় বিকোচ্ছে! খুশি আর ধরছে না কৃষকের
হাতির দলটি স্থানীয় স্বপন দাস, চন্দন দাস, গুরুপদ দাস, রবি দাসের পাকা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। গণেশ শর্মার চা দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দা গুরুপদ দাস জানান, এলাকায় হাতি এলেই আমাদের আতঙ্ক শুরু হয়। অনেকদিন পর এল হাতির দল। ঘরবাড়ি ভেঙেছে, সেই দৃশ্য ভুলতে পারছিনা। ঘটনার খবর শুনে আসেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
অনন্যা দে