কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিদ্যুৎকর্মীর। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসী। পরিবারের লোকজন-সহ স্থানীয় বাসিন্দারা মিলে বুধবার মেজবিলে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হন নিহত অমল রায়ের স্ত্রী এবং দুই খুদে সন্তান। কান্নায় ভেঙে পড়েছে তারা।
advertisement
স্থানীয়দের অভিযোগ, কোনরকম সুরক্ষা অবলম্বন না করেই অমলকে হাইটেনশন কাজ করতে পাঠানো হয়েছিল। বিদ্যুৎ দফতরের গা ফিলতির জন্যই অমল রায় ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা সহকর্মী গুরুতরভাবে জখম হন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁদের দাবি, নিহত অমল রায়ের পরিবারকে যোগ্য ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পরিবারের একজনকে চাকরি দিক বিদ্যুৎ দফতর।
বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বিক্ষোভস্থল থেকে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যখন কারেন্ট থাকে না আমরা অমলকে ফোন করে জানাই। এখন অমল তো চলে গেল, আমি এবং আমার মতো ৫০০-১০০০ লোক আছে এই গ্রামে যারা কারেন্ট ব্যবহার করেন। তাঁরা কার উপর নির্ভরশীল হবে! এখন আমাদের ভয় লাগছে, কারেন্ট থাকলেও হয়তো আমরা আর পাবো না’।