TRENDING:

#EgiyeBangla: জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা, সরকারের উদ্যোগে বিকল্প চাষে আগ্রহ বেড়েছে তাঁদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে কৃষকরা করছেন স্ট্রবেরি চাষ। ব্লক অফিস থেকে কৃষকদের দেওয়া হয়েছে চারা বা বীজ। সঙ্গে সার। মূলত জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা। বিকল্প চাষে আগ্রহ বেড়েছে তাঁদের। কৃষকদের জন্য ফল বিক্রির হাটও খুলেছে রাজ্য সরকার।
advertisement

আরও পড়ুন: বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫% কোটা, বড় ঘোষণা করতে পারেন মোদি

মূলত পাহাড়ি ফল। কম তাপমাত্রায় ভাল ফলন হয় স্ট্রবেরির। মহারাষ্ট্রের পর ধীরে ধীরে হিমাচল, উত্তরাখণ্ড-সহ দার্জিলিং পাহাড়েও স্ট্রবেরি চাষ হয়। এখন উন্নত প্রযুক্তির ব্যবহারে সমতলেও স্ট্রবেরি চাষ হচ্ছে ভালভাবেই। এজন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার। বিভিন্ন ব্লকের কৃষকদের স্ট্রবেরি চাষে আগ্রহ বাড়ানো হয়েছে। চারা থেকে সার সবই বিলি করেছে প্রশাসন। মূলত জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা। প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ িবশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি বিভাগ।

advertisement

স্ট্রবেরি চাষে লাভ

- মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে কৃষকরা স্ট্রবেরি চাষ করছেন

- প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়

- শিলিগুড়ি থেকে স্ট্রবেরি যাচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়

- শিলিগুড়ি থেকে স্ট্রবেরি যাচ্ছে গ্যাংটকেও

- এই প্রথম সমতল থেকে দার্জিলিং যাচ্ছে স্ট্রবেরি

মূলত সেপ্টেম্বর বা অক্টোবরে জমিতে চারা বা বীজ পোঁতা হয়। জানুয়ারিতে ফলন হয়। জৈব পদ্ধতিতে চাষ হওয়ায় স্ট্রবেরির চাহিদা বাড়ছে। লাভের আলোয় কৃষকরাও খুশি।

advertisement

আরও পড়ুন: ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা! গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ শহরের নামী বেসরকারি হাসপাতালে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৃষকদের জন্য ফল বিক্রির হাটও খুলেছে রাজ্য সরকার। তাই বিক্রিবাটা নিয়েও আর চিন্তা নেই। েচনা চাষের বাইরেও বিকল্প চাষে কৃষকদের উৎসাহী করাই লক্ষ্য রাজ্য সরকারের। েসই লক্ষ্যেই কৃষকদের সবরকম সাহায্য করা হচ্ছে। এতে কৃষকদের যেমন লাভ হচ্ছে, তেমনি রাজ্যের কৃষিতে নাম লেখাচ্ছে নতুন নতুন সবজি বা ফল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#EgiyeBangla: জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা, সরকারের উদ্যোগে বিকল্প চাষে আগ্রহ বেড়েছে তাঁদের