ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা! গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ শহরের নামী বেসরকারি হাসপাতালে

Last Updated:
#কলকাতা: ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা! গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় শহরের নামী বেসরকারি হাসপাতাল। মৃত্যু নিউটাউনের অশোক দিওয়ানের। গত বছর জুলাইয়ে পায়ে চোট পায় বৃদ্ধ।
হাসপাতালের আউটডোরে চিকিৎসককে দেখান। বৃদ্ধকে এমআরআই-এর করানোর পরামর্শ দেওয়া হয় । এমআরআই রিপোর্ট দেখে ক্যানসারের চিকিৎসা। ব্রেন ক্যান্সারের লাস্ট-স্টেজ, জানান চিকিৎসক।
advertisement
বায়োপসি ছাড়া ক্যানসারের চিকিৎসা শুরু করেন চিকিৎসক। অবস্থার অবনতিতে ফের ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসার বিল বেড়ে ৬০ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা দেয় বৃদ্ধের পরিবার। হঠাৎই রোগীকে ডিসচার্জ করার সিদ্ধান্ত নেওয়া হয় । হাসপাতালের ভূমিকায় সন্দেহ পরিবারের।
advertisement
অন্য হাসপাতালে রিপোর্ট দেখানো হয়। বায়োপসি ছাড়া কীভাবে ক্যানসারের চিকিৎসা? প্রশ্ন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের। ২৬ ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় । স্বাস্থ্য কমিশন, মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিয়ম মেনে চিকিৎসা করা হয় । 'অশোক দিওয়ানের ব্রেন ক্যানসার ছিল'। 'স্বাস্থ্য কমিশনে অভিযোগ হয়েছে'। 'এখনই বেশি কিছু বলা যাবে না'।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্যানসার না হলেও ক্যানসারের চিকিৎসা! গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ শহরের নামী বেসরকারি হাসপাতালে
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement