আরও পড়ুন: মাছ ধরার জালে আটকে হাঁসফাঁস পরিযায়ীদের
ছাত্রছাত্রীদের এই উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের প্রধান বরুণ রায় বলেন, মিরিকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও আমরা একযোগে ক্যাম্পাসে সাফাই অভিযান করেছি। তা দিয়ে ইকো-ব্রিক তৈরি করা হচ্ছে। যদিও সেখানে শামিল হন অন্য বিভাগের পড়ুয়ারাও। বিভাগীয় প্রধানের কথায়, সংগৃহীত ওই প্লাস্টিক দিয়ে ১২০ টি ইকো-ব্রিক তৈরি করা হচ্ছে। যা দূষণ বিরোধী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মিরিকের স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে রাকেশ শর্মা বলেন, যেকেউ চাইলেই সংগৃহীত বর্জ্য দিয়ে ইট তৈরি করতে পারেন। এজন্য কোনও রাসায়নিক কিংবা মেশিনের প্রয়োজন হয় না। একটি পরিবেশবান্ধব ইট তৈরি করতে ২৫০ গ্রাম প্লাস্টিকের দরকার হয়। বোতলের মধ্যে প্লাস্টিকগুলি খুব শক্তভাবে ভরতে হবে। এমনভাবে ওই প্লাস্টিকগুলি ভরতে হবে যাতে কোথাও হাওয়া না ঢুকতে পারে। কয়েক ঘণ্টা এভাবে রেখে দিলে ইট তৈরি হয়ে যাবে।এই ইটগুলি তৈরি হতে দু’দিন সময় লাগে। ইটগুলি তৈরি হয়ে গেলে সেগুলি দিয়েই চেয়ার-টেবিল বেঞ্চ বানানো যাবে। এছাড়াও দেয়াল ও অন্যান্য কাঠামো নির্মাণের জন্য এই ইকো ব্রিক বিল্ডিংয়ের ব্লক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
অনির্বাণ রায়