বালুরঘাট পৌর এলাকার সমস্ত ক্লাব পুজো পারমিশনের জন্য এখন থেকে আর পুরসভায় যেতে হবে না। তাঁরা পুরসভার নিজস্ব ওয়েব সাইটে গিয়ে পুজো পারমিশনের বিশেষ অপশনে ক্লিক করলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন এবং ডিজিটাল মাধ্যমেই সেই আবেদন তাঁরা জমা দিতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে। ভেরিফিকেশন হলেই অনলাইনেই তাঁরা অনুমতি পত্র পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনও ক্লাব অনলাইনে অ্যাপলিকেশন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন তবে তাদের জন্য ওই পেজেই লিংক দিয়ে ভিডিও শেয়ার করেছে বালুরঘাট পুরসভা।
advertisement
এই তথ্য জানিয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র একটি সাংবাদিক সম্মেলন করেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যাতে কোনও বন্ধকতা না সৃষ্টি হয় তার জন্য এই আয়োজন বালুরঘাট পুরসভার। পুজোর আগে এমন আয়োজনে খুশি পুজো উদ্যোক্তারাও। নির্দিষ্ট তথ্য দিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানালে স্বল্প সময়েই মিলবে পুজোর অনুমতি।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে অন্যতম দুর্গাপুজো। এই সময় উদ্যোক্তাদের মধ্যে ব্যস্ততা থাকে তুঙ্গে। পাশাপাশি দমকল, পুলিশ, এমনকি বিদ্যুতের সংযোগের জন্যও অনুমতি লাগে পুজোর জন্য। এক্ষেত্রে লাইন দিয়ে উদ্যোক্তাদের দাঁড়িয়ে পারমিশন করাতে হত। তবে এবারে আর দাঁড়িয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পুরসভার বিশেষ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অনুমোদন।
এছাড়াও এই অনুষ্ঠান থেকেই পুরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি থিম সং উদ্বোধন করেন যে গানের লেখক খোদ পুরসভার চেয়ারম্যান। সমস্ত কাউন্সিলর এবং ক্লাব কার্যকর্তাদের উপস্থিতিতে আজকের এই মিটিং থেকে অনলাইনে আবেদন সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে।